সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

“প্রেম . . . সবসময় প্রত্যাশা রাখে”

“প্রেম . . . সবসময় প্রত্যাশা রাখে”

আমাদের মধ্যে নিঃস্বার্থ প্রেম থাকলে আমরা এই প্রত্যাশা রাখব, আমাদের ভাই-বোনেরা ভালো বিষয় বাছাই করবে। (১করি ১৩:৪, ৭) উদাহরণ হিসেবে বলা যায়, একজন ভাই যদি গুরুতর পাপ করেন এবং তাকে শাসন করা হয়, তা হলে আমরা এই প্রত্যাশা রাখি, তিনি সংশোধনের প্রতি সাড়া দেবেন। যারা বিশ্বাসে দুর্বল, তাদের প্রতি আমরা ধৈর্য ধরি এবং তাদের সাহায্য করার চেষ্টা করি। (রোমীয় ১৫:১) কেউ যদি মণ্ডলী ছেড়ে চলে যান, তা হলে আমরা এই প্রত্যাশা রাখি যে, তিনি একদিন ফিরে আসবেন।—লূক ১৫:১৭, ১৮.

মনে রাখবেন, প্রেম যা করে এবং যা করে না—সবই প্রত্যাশা করে শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কী দেখিয়েছিল যে, অব্‌নের অনুগত থাকেননি?

  • অব্‌নেরের অনুরোধ শোনার পর দায়ূদ ও যোয়াব কেমন মনোভাব দেখিয়েছিল?

  • কেন আমরা এই প্রত্যাশা রাখি, আমাদের ভাই-বোনেরা ভালো বিষয় বাছাই করবে?