খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে আপনি কি সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি আছেন?
যেহেতু এই বিধিব্যবস্থার শেষ এগিয়ে আসছে, তাই আমরা নিশ্চিতভাবেই জানি, রাজনৈতিক দিক দিয়ে খারাপ পরিস্থিতি, সন্ত্রাস ও যুদ্ধ দিন দিন বেড়ে চলবে। (প্রকা ৬:৪) সামনে যে-কঠিন সমস্যাগুলো আসতে যাচ্ছে, সেগুলোর জন্য আমরা কীভাবে তৈরি থাকতে পারি?
-
সবসময় বিশ্বস্ত থাকার জন্য চেষ্টা করুন: বাইবেলের সেই নীতি ও বিবরণগুলো খুঁজে বের করুন, যেগুলো যিহোবা এবং তাঁর সংগঠনের উপর আপনার আস্থাকে শক্তিশালী করে এবং আপনাকে নিরপেক্ষ থাকতে সাহায্য করে। (হিতো ১২:৫; যিরমিয় ১২৫-১২৬ অনু. ২৩-২৪, ইংরেজি) মণ্ডলীর সবার সঙ্গে এখনই উত্তম বন্ধুত্ব করতে হবে।—১পিতর ৪:৭, ৮
-
সমস্ত কিছু আগে থেকে ঠিক করে রাখুন: বাইরে যেতে না পারলে ঘরেই থাকুন এবং প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে ঘরে এনে রাখুন। এ ছাড়া, জরুরি মুহূর্তে ঘর ছাড়তে হলে কী করবেন, সেই বিষয়ে আগে থেকে পরিকল্পনা করুন। আপনার আপৎকালীন ব্যাগের মধ্যে সবকিছু রয়েছে কি না, তা দেখুন। এ ছাড়া, সেই ব্যাগে আপনার সুরক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও টাকাপয়সা রাখুন। প্রাচীনদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন, তা জেনে রাখুন এবং তারা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে পারেন, সেই বিষয়ে তাদের তথ্য জানান।—যিশা ৩২:২; সজাগ হোন!১৭.৫ ৩-৭, ইংরেজি।
যখন পরিস্থিতি খারাপ হয়, তখন যিহোবাকে উপাসনা করার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয় নিয়মিতভাবে করুন। (ফিলি ১:১০) একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না। (মথি ১০:১৬) খাবারদাবার এবং অন্যান্য বিষয় অন্যদের সঙ্গে ভাগ করে নিন।—রোমীয় ১২:১৩.
আপনি কি যেকোনো দুর্যোগের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
দুর্যোগের সময় যিহোবা কীভাবে আমাদের সাহায্য করতে পারেন?
-
তৈরি থাকার জন্য আমরা কোন বিষয়গুলো করতে পারি?
-
দুর্যোগের শিকার হয়েছে এমন ব্যক্তিদের আমরা কীভাবে সাহায্য করতে পারি?