সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

দায়ূদ যেভাবে যুদ্ধ করেছিলেন

দায়ূদ যেভাবে যুদ্ধ করেছিলেন

দায়ূদ শৌলের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন (১শমূ ২৭:৫-৭; প্রহরীদুর্গ ০৭ ৩/১ ২১ অনু. ৭-৮)

দায়ূদ যিহূদার এলাকা রক্ষা করেছিলেন (১শমূ ২৭:৮, ৯; প্রহরীদুর্গ ২১.০৩ ৪ অনু. ৮)

রাজা আখীশকে দায়ূদ সবকিছু জানাননি (১শমূ ২৭:১০-১২; অন্তর্দৃষ্টি-২ ২৪৫ অনু. ৬, ইংরেজি)

আমাদের দিনে কর্তৃপক্ষ হয়তো আমাদের প্রচার কাজের উপর সীমা আরোপ করতে পারে এবং আমাদের ভাই-বোনদের সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সেইসময় চুপ থাকা বুদ্ধিমানের কাজ, কারণ এভাবে আমরা আমাদের ভাই-বোনদের জীবনকে ঝুঁকির মুখে ফেলব না।—হিতো ১০:১৯; ১১:১২; উপ ৩:৭.