সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবা দায়ূদের সঙ্গে যে-চুক্তি করেছেন, তা নিয়ে দায়ূদ গভীরভাবে চিন্তা করছেন

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

দায়ূদের সঙ্গে যিহোবা একটা চুক্তি করেছিলেন

দায়ূদের সঙ্গে যিহোবা একটা চুক্তি করেছিলেন

যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন, তিনি দায়ূদের জন্য এক রাজপরিবার প্রস্তুত করবেন (২শমূ ৭:১১, ১২; প্রহরীদুর্গ ১০ ৪/১ ২০ অনু. ৩; প্রচ্ছদচিত্র দেখুন)

দায়ূদের সঙ্গে যিহোবা যে-চুক্তি করেছিলেন, সেটার কিছু অংশ মশীহের ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছিল (২শমূ ৭:১৩, ১৪; ইব্রীয় ১:৫; প্রহরীদুর্গ ১০ ৪/১ ২০ অনু. ৪)

মশীহ ভবিষ্যতে যা-কিছু করবেন, সেগুলো চিরকাল থাকবে (২শমূ ৭:১৫, ১৬; ইব্রীয় ১:৮; প্রহরীদুর্গ ১৪ ১০/১৫ ১০ অনু. ১৪)

সূর্য ও চাঁদ আমাদের মনে করিয়ে দেয়, মশীহ চিরকাল ধরে শাসন করবেন। (গীত ৮৯:৩৫-৩৭) আপনি যখন সেগুলো দেখেন, তখন যিহোবা আপনার এবং আপনার পরিবারের কাছে তাঁর রাজ্যের মাধ্যমে যে-আশীর্বাদগুলোর বিষয়ে প্রতিজ্ঞা করেছেন, সেগুলো নিয়ে চিন্তা করুন।