খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
প্রচার করার সময় বর্তমান ঘটনাগুলো ব্যবহার করুন
প্রচার করার সময় যিশু তাঁর সময়ের ঘটনাগুলো ব্যবহার করে শিক্ষা দিতেন। (লূক ১৩:১-৫) আপনিও বর্তমান সময়ের ঘটনাগুলো ব্যবহার করে রাজ্যের বার্তার প্রতি লোকদের আগ্রহ জাগিয়ে তুলতে পারেন। সংসারের খরচ মেটাতে গিয়ে হিমশিম খাওয়া, কোনো প্রাকৃতিক দুর্যোগ, দেশে কোনো অশান্তি, মাদক সমস্যা অথবা এইরকম কোনো বিষয় সম্বন্ধে উল্লেখ করার পর চিন্তা করার মতো একটা প্রশ্ন জিজ্ঞেস করুন। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন: “আপনি কী মনে করেন, . . . কি কখনো শেষ হবে?” কিংবা “আপনি কী মনে করেন, . . . সমাধান কী?” এরপর, সেই সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত বাইবেলের কোনো পদ দেখান। সেই ব্যক্তি যদি আগ্রহ দেখান, তা হলে আমাদের শিক্ষাদানের প্রকাশনা বাক্স থেকে তাকে কোনো ভিডিও অথবা প্রকাশনা দেখান। আমরা যখন প্রচারের এলাকায় লোকদের হৃদয় স্পর্শ করার চেষ্টা করি, তখন যেন “সমস্ত কিছু সুসমাচারের জন্যই করি।”—১করি ৯:২২, ২৩.
আপনার এলাকায় লোকেরা হয়তো কোন বিষয়ের প্রতি আগ্রহ দেখাবে?