খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
সত্য ধর্ম ত্যাগ করেছে এমন ব্যক্তিদের কাছ থেকে নিজেকে রক্ষা করুন
শয়তান এবং যারা তার নিয়ন্ত্রণে রয়েছে, তারা আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেওয়ার জন্য প্রায়ই সত্যের সঙ্গে মিথ্যাকে মেশানোর চেষ্টা করে। (২করি ১১:৩) যেমন, অশূরীয়েরা যিহোবার লোকদের নিরুৎসাহিত করার জন্য আধা সত্য কথা এবং পুরোপুরি মিথ্যা কথা বলেছিল। (২বংশা ৩২:১০-১৫) বর্তমানে, সত্য ধর্ম ত্যাগ করেছে এমন ব্যক্তিরা একই কৌশল ব্যবহার করে। এইরকম ব্যক্তিরা যে-শিক্ষাগুলো দিয়ে থাকে, সেগুলোকে আমাদের কীভাবে দেখা উচিত? সেগুলোকে বিষ হিসেবে দেখুন! তাদের কোনো কিছু পড়বেন না, কোনো কিছুর উত্তর দেবেন না অথবা কোনো কিছু বলবেন না। যিহোবা এবং তাঁর সংগঠন সম্বন্ধে সন্দেহ জাগিয়ে তোলে এমন তথ্যগুলো যে সেই ব্যক্তিদের কাছ থেকে এসেছে, তা সঙ্গেসঙ্গে বোঝার চেষ্টা করুন এবং সেগুলো থেকে দূরে থাকুন।—যিহূদা ৩, ৪.
‘বিশ্বাসের পক্ষে প্রাণপণ লড়াই করুন’!—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
আমরা যদি ইন্টারনেট ফোরাম বা অনলাইন আলোচনার সাইটগুলো ব্যবহার করি, তা হলে কেন আমাদের সতর্ক থাকতে হবে?
-
কীভাবে আমরা রোমীয় ১৬:১৭ পদের উপদেশ মেনে চলতে পারি?