সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

আপনি কি অডিও বাইবেল ব্যবহার করছেন?

আপনি কি অডিও বাইবেল ব্যবহার করছেন?

অডিও বাইবেল কী? অডিও বাইবেল হল নতুন জগৎ অনুবাদ বাইবেলের অডিও রেকর্ডিং। এটি ধীরে ধীরে বহু ভাষায় প্রকাশ করা হচ্ছে। অডিও বাইবেলের একটা বিশেষ বৈশিষ্ট্য হল, যেখানে সম্ভব, বাইবেলের বইগুলোর জন্য বিভিন্ন ভাইদের কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। বাইবেলের বার্তা সঠিকভাবে প্রকাশ করার জন্য শব্দগুলোর উপর উপযুক্তভাবে জোর দেওয়া হয়েছে এবং সেগুলো অনুভূতি সহকারে পড়া হয়েছে।

কেউ কেউ অডিও বাইবেল থেকে কোন কোন উপকার লাভ করেছে? যারা অডিও বাইবেল নিয়মিতভাবে শুনে থাকে, তাদের মধ্যে অনেকের কাছে ঈশ্বরের বাক্যে বলা বিষয়গুলো আরও জীবন্ত বলে মনে হয়। তাদের মনে হয় যেন বাইবেলের ঘটনাগুলো তারা আরও ভালোভাবে কল্পনা করতে পারছে এবং সেটিতে লেখা কথাগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারছে। (হিতো ৪:৫) অনেকে এও দেখেছে যে, তারা যখন উদ্‌বিগ্ন থাকে, তখন অডিও বাইবেল শুনলে তাদের বেশ স্বস্তি লাগে।—গীত ৯৪:১৯.

ঈশ্বরের বাক্য যখন জোরে পড়ে শোনানো হয়, তখন এটা আমাদের জীবনে খুব জোরালো প্রভাব ফেলে। (২বংশা ৩৪:১৯-২১) আপনি যে-ভাষা বুঝতে পারেন, সেই ভাষায় যদি অডিও বাইবেল আংশিক অথবা পুরোটা পাওয়া যায়, তা হলে আপনি কি সেটা নিয়মিতভাবে শুনতে পারেন?

অডিও বাইবেলের রেকর্ডিং—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:

অডিও বাইবেল রেকর্ডিং করার কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে?