সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

কথাবার্তা শুরু করার সময় আনন্দ বজায় রাখুন

কথাবার্তা শুরু করার সময় আনন্দ বজায় রাখুন

মণ্ডলীর ব্যবস্থা অনুযায়ী প্রচার করা ছাড়াও আমরা যখন অন্যদের কাছে সাক্ষ্য দিই, তখন আমরা তা অনেক উপভোগ করি আর এতে ভালো ফল পাওয়া যায়। তবে, কীভাবে আমরা শাস্ত্রের বিষয়বস্তু নিয়ে লোকদের সঙ্গে কথা বলব, সেটা নিয়ে যদি খুব বেশি চিন্তা করি, তা হলে আমরা হয়তো কথাবার্তা শুরু করার কথা চিন্তা করেই ঘাবড়ে যেতে পারি। তাই, সাক্ষ্য দেওয়ার জন্য আমরা কী বলব, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার পরিবর্তে ব্যক্তিগত আগ্রহ দেখানোর প্রতি মনোযোগ দিন। (মথি ২২:৩৯; ফিলি ২:৪) কথা বলতে বলতে যদি এমনিতেই সত্য সম্বন্ধে বলার সুযোগ আসে, তা হলে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো আপনাকে সাহায্য করতে পারে।

কথা বলার সময় যদি এমন কোনো বিষয় উঠে আসে, যে-সম্বন্ধে আপনি সাক্ষ্য দিতে পারেন, তা হলে নীচে দেওয়া বিষয়গুলো কীভাবে আপনাকে সাহায্য করতে পারে?

“লৌহ লৌহকে সতেজ করে”—কথোপকথন শুরু করা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:

কোন তিনটে বিষয় আপনাকে কথা বলার দক্ষতায় উন্নতি করার ক্ষেত্রে সাহায্য করতে পারে?