জুন ৫-১১
২ বংশাবলি ৩০–৩১
গান ৮৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“একত্রে মিলিত হওয়া আমাদের জন্য উপকার নিয়ে আসে”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২বংশা ৩০:২০—যিহোবা যে হিষ্কিয়ের প্রার্থনা শুনেছেন, তা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৮.০৯ ৬ অনু. ১৪-১৫)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২বংশা ৩১:১১-২১ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন এবং পাঠ ০১ ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৮)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ১৯.০১ ১১-১২ অনু. ১৩-১৮—মূলভাব: সভাগুলোতে মন্তব্য করে যিহোবার প্রশংসা করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবার বন্ধু হও—তোমার উত্তর প্রস্তুত করো: (৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, সম্ভব হলে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে অল্পবয়সিদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে তুমি সভার জন্য মন্তব্য তৈরি করো? মন্তব্য করার সুযোগ না পেলেও কেন আমরা আনন্দিত হতে পারি?
সাংগঠনিক সাফল্য: (১০ মিনিট) জুন মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই বিভাগ ৩ পুনরালোচনা
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১১৫ এবং প্রার্থনা