সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

নিজেকে যিহোবার মতো করে দেখুন

নিজেকে যিহোবার মতো করে দেখুন

“সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত।” (গীত ১৪৯:৪) যদিও আমরা নিখুঁত নই এবং সবসময় ভুল করে থাকি, তারপরও যিহোবা আমাদের ভালো গুণগুলো লক্ষ করেন। এ ছাড়া, তিনি বুঝতে পারেন, আমাদের কোন দক্ষতা রয়েছে, যা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব। কিন্তু, কখনো কখনো আমরা হয়তো নিজেদের ভালো গুণগুলো লক্ষ করি না। আমাদের প্রতি লোকেরা যেভাবে আচরণ করে থাকে, তাতে আমরা হয়তো নিজেদের অযোগ্য বলে মনে করি। কিংবা আমরা যদি আমাদের অতীতের ভুলগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তা হলে আমরা হয়তো মনে করতে পারি, যিহোবা আমাদের ভালোবাসেন না। আমাদের মধ্যে যদি এইরকম অনুভূতি কাজ করে, তা হলে কী আমাদের সাহায্য করতে পারে?

মনে রাখবেন, যিহোবা যা দেখতে পারেন, মানুষ তা দেখতে পারে না। (১শমূ ১৬:৭) এর অর্থ হল, আমাদের মধ্যে যা রয়েছে, তা আমরা দেখতে না পারলেও যিহোবা দেখতে পারেন। আনন্দের বিষয় হল, বাইবেল আমাদের বুঝতে সাহায্য করে, যিহোবা আমাদের কীভাবে দেখেন। আমরা যখন বাইবেলের পদ ও বিবরণগুলো পড়ি, তখন আমরা বুঝতে পারি, যিহোবা তাঁর উপাসকদের কতটা ভালোবাসেন।

নিজেকে আশ্বাস দিন যে, যিহোবা আপনাকে ভালোবাসেন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • যিহোবা আমাদের কীভাবে দেখেন, সেই বিষয়ে একজন দৌড়বিদ এবং তার বাবার দৃষ্টান্ত থেকে আমরা কী শিখতে পারি?

  • একজন ব্যক্তি যদি গুরুতর পাপ করেন আর এরপর তিনি যিহোবার সঙ্গে তার সম্পর্ক পুনরায় ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেন, তা হলে কীভাবে তিনি নিজেকে এই আশ্বাস দিতে পারেন যে, ঈশ্বর তাঁকে ভালোবাসেন?—১যোহন ৩:১৯, ২০

  • দায়ূদের ও যিহোশাফটের ঘটনা পড়ে এবং সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে ভাই কীভাবে উপকার পেয়েছেন?