মে ২২-২৮
২ বংশাবলি ২৫–২৭
গান ৮০ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার কাছে আপনাকে সেটার চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা রয়েছে”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২বংশা ২৬:৪, ৫—যে-অভিজ্ঞ ভাই-বোনেরা আমাদের বাইবেলের মান অনুযায়ী পরামর্শ দেয়, তাদের মূল্যবান হিসেবে দেখার বিষয়ে উষিয়ের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ০৭ ১২/১৫ ১০ অনু. ১-২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২বংশা ২৫:১-১৩ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করুন। সেই ব্যক্তিকে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং তাকে বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ২)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করুন। সেই ব্যক্তিকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বলুন এবং jw.org কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১৫)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১০ ভূমিকা এবং বিষয় ১-৩ (শিক্ষা দেওয়া পাঠ ৩)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
অনন্তজীবন পাওয়ার জন্য যেকোনো ত্যাগস্বীকার করাই উপযুক্ত (মার্ক ১০:২৯, ৩০): (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: মার্ক ১০:২৯, ৩০ পদে যিশু যে-প্রতিজ্ঞা করেছেন, সেটা আমাদের কী করার জন্য উৎসাহিত করে? যিশুর সৎ ভাইয়েরা যখন প্রথমে তাঁর উপর বিশ্বাস করতে চায়নি, তখন যিশু কেমন মনোভাব দেখিয়েছিলেন? পরিবারের যে-সদস্যেরা সাক্ষি নয়, তাদের বিষয়ে আমাদের কী মনে রাখা উচিত?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৪৬
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৫১ এবং প্রার্থনা