খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবা “পিতৃহীনদের পিতা“
প্রতি বছর অনেক অল্পবয়সি যিহোবার বন্ধু হয়ে ওঠে। (গীত ১১০:৩) যিহোবা তোমাদের প্রত্যেকের জন্য গভীরভাবে চিন্তা করেন। তিনি তোমাদের প্রত্যেকের কঠিন পরিস্থিতি সম্বন্ধে জানেন। আর তিনি তোমাদের তাঁকে সেবা করার জন্য সাহায্য করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তুমি যদি কেবল বাবা অথবা মায়ের কাছে মানুষ হয়ে থাক, তা হলে মনে রাখবে, যিহোবা “পিতৃহীনদের পিতা।“ (গীত ৬৮:৫) তোমার ঘরের পরিস্থিতি যা-ই হোক না কেন, যিহোবার প্রশিক্ষণ পেয়ে তুমি সফল হতে পারবে।—১পিতর ৫:১০.
বিশ্বাসের পক্ষে সফল যোদ্ধারা—একক বাবা বা মায়ের কাছে মানুষ হয়েছে এমন ব্যক্তিরা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
ট্যামি, চার্লস্ ও জিমির উদাহরণ থেকে তুমি কী শিখেছ?
-
যারা একক বাবা অথবা মায়ের কাছে মানুষ হয়ে ওঠে, তারা গীতসংহিতা ২৭:১০ পদ থেকে কোন আশ্বাস পেতে পারে?