সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

কোনো অর্থনৈতিক সমস্যা দেখা দিলে আপনি কি সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছেন?

কোনো অর্থনৈতিক সমস্যা দেখা দিলে আপনি কি সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছেন?

জগতের বিভিন্ন ঘটনার কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক সমস্যা দেখা দিলে আমরা অবাক হই না। কেন? কারণ আমরা শেষকালের একেবারে শেষ সময়ে বাস করছি আর বাইবেল আমাদের সাবধান করে যেন আমরা “নশ্বর ধনের” উপর নির্ভর না করি। (১তীম ৬:১৭; ২তীম ৩:১) কোনো অর্থনৈতিক সমস্যা দেখা দিলে সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য কীভাবে প্রস্তুত থাকা যায়, সেই ব্যাপারে রাজা যিহোশাফটের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি?

শত্রু জাতিগুলো যখন হুমকি দিয়েছিল, তখন যিহোশাফট যিহোবার উপর আস্থা রেখেছিলেন। (২বংশা ২০:৯-১২) এ ছাড়া, তিনি নগরকে আরও দৃঢ় করার এবং সৈন্যদল মোতায়েন করার মাধ্যমে তার লোকদের আগে থেকেই প্রস্তুত করেছিলেন। (২বংশা ১৭:১, ২, ১২, ১৩) যিহোশাফটের মতো আমাদেরও যিহোবার উপর আস্থা রাখতে হবে এবং কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আপনি কি যেকোনো দুর্যোগের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কোনো দুর্যোগের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি কী করতে পারি?

  • কীভাবে আমি অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে পারি?