সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ১০-১৬

গান ১৩৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. বাবা-মায়েরা—যিহোবার সংগঠনের প্রতি আপনাদের পরিবারের আস্থাকে দৃঢ় করুন

(১০ মিনিট)

আপনাদের সন্তানদের যিহোবার আরও কাছে আসার জন্য এবং তাঁর সংগঠনের সঙ্গে সঙ্গে চলার জন্য সাহায্য করুন (গীত ৪৮:১২, ১৩; প্রহরীদুর্গ ২২.০৩ ২২ অনু. ১১; প্রহরীদুর্গ ১১ ৩/১৫ ১৯ অনু. ৫-৭)

আপনার সন্তানদের যিহোবার সংগঠনের ইতিহাস সম্বন্ধে বলুন (প্রহরীদুর্গ ১২ ৮/১৫ ১২ অনু. ৫)

আপনাদের উদাহরণের মাধ্যমে পরিবারকে যিহোবার সংগঠনের কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুসরণ করার জন্য প্রশিক্ষণ দিন (গীত ৪৮:১৪)

পারিবারিক উপাসনা করার একটা উপায়: মাঝে মাঝে jw.org ওয়েবসাইটে গিয়ে “আমাদের সংগঠন” বিভাগ থেকে কোনো ভিডিও দেখুন এবং সেটা নিয়ে আলোচনা করুন।

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৪৯:৬, ৭—ইজরায়েলীয়দের যে-সমস্ত মূল্যবান বিষয় ছিল, সেগুলো সম্বন্ধে তাদের কী মনে রাখার প্রয়োজন ছিল? (অন্তর্দৃষ্টি-২ ৮০৫, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. সাহস সহকারে কথা বলুন—যিশু কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর লোকদের ভালোবাসুন শিরোনামের ব্রোশারের পাঠ ৬ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. সাহস সহকারে কথা বলুন—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৭৩

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১০৩ এবং প্রার্থনা