সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ১৭-২৩

গান ৩৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. গুরুতর ভুলগুলো এড়িয়ে চলার জন্য আপনি কী করতে পারেন?

(১০ মিনিট)

এইরকম চিন্তা করবেন না যে, আপনি কখনোই ভুল করবেন না—সমস্ত মানুষের মধ্যে মন্দ বিষয়গুলো করার প্রবণতা রয়েছে (গীত ৫১:৫; ২করি ১১:৩)

সবসময় এমন বিষয়গুলো করুন, যেগুলো আপনাকে যিহোবার কাছে থাকতে সাহায্য করবে (গীত ৫১:৬; প্রহরীদুর্গ ১৯.০১ ১৫ অনু. ৪-৫)

অনৈতিক চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করুন (গীত ৫১:১০-১২; প্রহরীদুর্গ ১৫ ৬/১৫ ১৪ অনু. ৫-৬)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৫২:২-৪—এই শাস্ত্রপদগুলো দোয়েগ সম্বন্ধে আমাদের কী জানায়? (অন্তর্দৃষ্টি-১ ৬৪৪, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৪)

৬. পুনর্সাক্ষাৎ করার সময়

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে ঈশ্বরের নাম সম্বন্ধে শিক্ষা দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৫)

৭. শিষ্য করার সময়

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১১৫

৮. কীভাবে তুমি তোমার ভুলগুলো শোধরাতে পার?

(১৫ মিনিট) আলোচনা।

আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা সবাই ভুল করে ফেলি। (১যোহন ১:৮) সেই সময় যিহোবার সামনে আমাদের ভুল স্বীকার করতে হবে, তাঁর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এবং তাঁর সাহায্য নিতে হবে। আমাদের কখনোই এইরকম চিন্তা করে পিছিয়ে যাওয়া উচিত নয় যে, ভুল স্বীকার করলে আমরা লজ্জায় পড়ব অথবা আমাদের শাস্তি দেওয়া হবে। (১যোহন ১:৯) আমাদের ভুল শোধরানোর সবচেয়ে প্রথম পদক্ষেপ হল, যিহোবার কাছে প্রার্থনা করা।

গীতসংহিতা ৫১:১, ২, ১৭ পদ পড়ুন এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • আমরা যদি গুরুতর ভুল করে ফেলি, তা হলে এই পদগুলোতে বলা দায়ূদের কথাগুলো যিহোবার কাছে সাহায্য চাওয়ার জন্য কীভাবে আমাদের উৎসাহিত করতে পারে?

আমার কিশোরকাল—নিজের ভুলগুলো কীভাবে শোধরাব? শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • কোন বিষয়গুলোর কারণে থালিলা ও হোসে ভুল করেছিল?

  • তারা তাদের ভুলগুলো শোধরানোর জন্য কী করেছিল?

  • তা করে তারা কীভাবে উপকার লাভ করেছিল?

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১২৯ এবং প্রার্থনা