সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ২৪-৩০

গান ৩১ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ঈশ্বর আপনার পক্ষে রয়েছেন

(১০ মিনিট)

আপনি যখন ভয় পান, তখন যিহোবার উপর নির্ভর করুন, যেমনটা দায়ূদ করেছিলেন (গীত ৫৬:১-৪; প্রহরীদুর্গ ০৬ ৮/১ ২২ অনু. ১০-১১)

যিহোবা আপনার ধৈর্যকে মূল্যবান বলে মনে করেন আর তিনি আপনাকে সাহায্য করবেন (গীত ৫৬:৮; যিহোবার নিকটবর্তী হোন ২৪৩ অনু. ৯)

যিহোবা আপনার পক্ষে রয়েছেন। তিনি কখনোই আপনার প্রতি এমন কিছু ঘটতে দেবেন না, যা আপনার জন্য স্থায়ী ক্ষতি নিয়ে আসে (গীত ৫৬:৯-১৩; রোমীয় ৮:৩৬-৩৯; প্রহরীদুর্গ ২২.০৬ ১৮ অনু. ১৬-১৭)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৫৫:১২, ১৩—যিহোবা কি এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে, যিশুর সঙ্গে যিহূদা বিশ্বাসঘাতকতা করবেন? (অন্তর্দৃষ্টি-১ ৮৫৭-৮৫৮, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। একজন ব্যক্তিকে আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)

৬. বক্তৃতা

(৫ মিনিট) প্রহরীদুর্গ ২৩.০১ ২৯-৩০ অনু. ১২-১৪—মূলভাব: আমরা যিশুকে ভালোবাসি, তাই সাহসের সঙ্গে কাজ করি। ছবি দেখুন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৫৩

৭. আমরা আনন্দ বজায় রাখতে পারি . . . খড়্গ সত্ত্বেও

(৫ মিনিট) আলোচনা।

ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • আপনি ভাই ডুগবের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন, যা আপনাকে ভয় পাওয়ার সময় সাহায্য করতে পারে?

৮. জুন মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য

(১০ মিনিট) ভিডিওটা দেখান

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৫ এবং প্রার্থনা