সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ৩-৯

গান ২৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশু খ্রিস্ট এবং তাঁর কনে অর্থাৎ ১,৪৪,০০০ জন অভিষিক্ত ব্যক্তি

১. একজন রাজার বিয়ে সম্বন্ধে গান

(১০ মিনিট)

গীতসংহিতার ৪৫ গীতে মশীহ রাজার বিয়ে সম্বন্ধে বর্ণনা করা হয়েছে (গীত ৪৫:১, ১৩, ১৪; প্রহরীদুর্গ ১৪ ২/১৫ ৯-১০ অনু. ৮-৯)

আরমাগিদোনের পরে রাজার বিয়ে হবে (গীত ৪৫:৩, ৪; প্রহরীদুর্গ ২২.০৫ ১৭ অনু. ১০-১২)

সমস্ত মানুষ এই বিয়ে থেকে আশীর্বাদ লাভ করবে (গীত ৪৬:৮-১১; অন্তর্দৃষ্টি-২ ১১৬৯, ইংরেজি)


নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার হৃদয় কি আমাদের রাজা যিশু খ্রিস্ট সম্বন্ধীয় সুসমাচার ঘোষণা করার জন্য “উথলিয়া” ওঠে?’—গীত ৪৫:১.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৩)

৫. বক্তৃতা

(৫ মিনিট) ijwbv ২৬ (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: গীতসংহিতা ৪৬:১০ পদের কথাগুলোর অর্থ কী? (শিক্ষা দেওয়া পাঠ ১৮)

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৪ মিনিট) নমুনা। সচেতন থাক! ১২/১০ ২২-২৩, ইংরেজি—মূলভাব: সমকামিতাকে তুমি কীভাবে দেখ? (লোকদের ভালোবাসুন পাঠ ৬ বিষয় ৫)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৩১

৭. আপনার বিবাহসাথির প্রতি সবসময় ভালোবাসা দেখান

(১০ মিনিট) আলোচনা।

বিয়ে খুবই আনন্দের এক উপলক্ষ্য। (গীত ৪৫:১৩-১৫) বিবাহিত দম্পতিদের জন্য বিয়ের দিন জীবনের সবচেয়ে আনন্দের এক দিন। তবে, সারাজীবন ধরে একসঙ্গে সেই আনন্দ ধরে রাখার জন্য তারা কী করতে পারে?—উপ ৯:৯.

আনন্দিত থাকার একটা চাবিকাঠি হল পরস্পরের প্রতি ভালোবাসা ও স্নেহ দেখানো। এই ক্ষেত্রে, বিবাহিত দম্পতিদের ইস্‌হাক ও রিবিকার উদাহরণ অনুকরণ করা উচিত। বাইবেল বলে, তাদের বিয়ের ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরও তারা একে অন্যের প্রতি গভীর ভালোবাসা দেখিয়ে চলেছিলেন। (আদি ২৬:৮) বিবাহিত সাথিরা কীভাবে একে অন্যের প্রতি এইরকম ভালোবাসা ও স্নেহ দেখাতে পারে?

এক সুখী বিয়ের জন্য: স্নেহ দেখান শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • কী কারণে হয়তো বিবাহিত সাথিদের মধ্যে ভালোবাসা কমে যেতে পারে?

  • বিবাহিত সাথিরা যে একে অন্যকে ভালোবাসে এবং একে অন্যের জন্য চিন্তা করে, তা দেখানোর জন্য তারা কী করতে পারে? —প্রেরিত ২০:৩৫

৮. স্থানীয় প্রয়োজন

(৫ মিনিট)

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১১১ এবং প্রার্থনা