সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ১৩-১৯

গান ৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. নিজেকে অতিরিক্ত দোষী বলে মনে করার বোঝা ফেলে দিন

(১০ মিনিট)

নিজেকে অতিরিক্ত দোষী বলে মনে করা ঠিক ভারি বোঝা বহন করার মতো (গীত ৩৮:৩-৮; প্রহরীদুর্গ ২০.১১ ২৭ অনু. ১২-১৩)

অতীতের ভুলগুলো নিয়ে ক্রমাগত চিন্তা করার পরিবর্তে এমনভাবে জীবনযাপন করার সংকল্প নিন, যেটা দেখে যিহোবা খুশি হন (গীত ৩৯:৪, ৫; প্রহরীদুর্গ ০২ ১১/১৫ ২০ অনু. ১-২)

নিজেকে দোষী বলে মনে করার কারণে যদি প্রার্থনা করা কঠিন বলে মনে হয়, তবুও প্রার্থনা করুন (গীত ৩৯:১২; প্রহরীদুর্গ ২১.১০ ১৫ অনু. ৪)

আপনি যদি নিজেকে অতিরিক্ত দোষী বলে মনে করে থাকেন, তা হলে মনে রাখবেন যে, পাপ করে যারা অনুতপ্ত হয়, যিহোবা তাদের “প্রচুররূপে” ক্ষমা করেন।—যিশা ৫৫:৭.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৩৯:১—কখন আমাদের ‘মুখে জাল্‌তি বাঁধিয়া রাখিবার’ নীতি কাজে লাগানো প্রয়োজন? (প্রহরীদুর্গ ২২.০৯ ১৩ অনু. ১৬)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কৌশলতা সহকারে কথা বলুন—পৌল কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান আর এরপর লোকদের ভালোবাসুন শিরোনামের ব্রোশারের পাঠ ৫ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।

৫. কৌশলতা সহকারে কথা বলুন—আমরা কীভাবে পৌলকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৪৪

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৮৪ এবং প্রার্থনা