সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ২০-২৬

গান ১১৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. কেন অন্যদের সাহায্য করবেন?

(১০ মিনিট)

অন্যদের সাহায্য করার মাধ্যমে আমরা আনন্দ লাভ করি (গীত ৪১:১; প্রহরীদুর্গ ১৮.০৮ ২২ অনু. ১৬-১৮)

যিহোবা সেই ব্যক্তিদের সাহায্য করেন, যারা অন্যদের সাহায্য করে (গীত ৪১:২-৪; প্রহরীদুর্গ ১৫ ১২/১৫ ২৪ অনু. ৭)

আমরা যখন অন্যদের সাহায্য করি, তখন আমরা যিহোবার গৌরব করি (গীত ৪১:১৩; হিতো ১৪:৩১; প্রহরীদুর্গ ১৭.০৯ ১২ অনু. ১৭)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার মণ্ডলীতে কি এমন কেউ আছেন, যার JW লাইব্রেরি অ্যাপ আরও ভালোভাবে ব্যবহার করার জন্য সাহায্যের প্রয়োজন?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৪০:৫-১০—যিহোবা যে নিখিলবিশ্বের প্রভু, তা বোঝার এবং মেনে নেওয়ার জন্য দায়ূদের প্রার্থনা থেকে আমরা কী শিখতে পারি? (অন্তর্দৃষ্টি-২ ১৬, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তির সঙ্গে কথা শুরু করুন, যাকে দেখে আনন্দিত বলে মনে হচ্ছে। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তির সঙ্গে কথা শুরু করুন, যাকে দেখে দুঃখিত বলে মনে হচ্ছে। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৫)

৬. শিষ্য করার সময়

(৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৪ বিষয় ৬. “আরও জানুন” বিভাগের অধীনে “মণ্ডলীতে যিহোবার প্রশংসা করুন” শিরোনামের প্রবন্ধ থেকে কোনো বিষয় নিয়ে সেই ছাত্রের সঙ্গে আলোচনা করুন, যিনি সভাতে যোগ দেওয়ার জন্য দ্বিধা করছেন। (শিক্ষা দেওয়া পাঠ ১৯)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৩৮

৭. “বয়স্ক ব্যক্তিদের প্রতি ভালো কাজ করুন“

(১৫ মিনিট) আলোচনা।

বিশ্বস্ত বয়স্ক ব্যক্তিরা মণ্ডলীতে যে-কাজগুলো করে থাকে, সেই সমস্ত কাজকে যিহোবা মূল্যবান বলে মনে করেন আর আমরাও এমনটা মনে করি। (ইব্রীয় ৬:১০) বহু বছর ধরে তারা সহবিশ্বাসীদের শিক্ষা, প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়ার জন্য অনেক কিছু করেছে। তারা কীভাবে আপনাকে সাহায্য করেছে, তা নিশ্চয়ই আপনারও মনে আছে। মণ্ডলীর জন্য তারা যা করেছে এবং এখনও করে চলেছে, সেই সমস্ত কিছুর প্রতি আপনি কীভাবে কৃতজ্ঞতা দেখাতে পারেন?

‘ভাই-বোনদের প্রতি ভালো কাজ করুন’ শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • ভাই হো-জিন কাংয়ের কাছ থেকে ভাই জি-হু কী শিখেছিলেন?

  • কেন আপনি মণ্ডলীতে বয়স্ক ভাই-বোনদের মূল্যবান বলে মনে করেন?

  • সেই শমরীয় ব্যক্তির দৃষ্টান্ত থেকে আমরা কী শিখতে পারি, যিনি প্রতিবেশীর মতো আচরণ করেছিলেন?

  • ভাই হো-জিন কাংকে সাহায্য করার জন্য ভাই জি-হু যে অন্য ভাই-বোনদের নিয়ে গিয়েছিলেন, তা কেন ভালো ছিল বলে আপনি মনে করেন?

মণ্ডলীর বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনগুলো নিয়ে আমরা যখন ভালোভাবে চিন্তা করি, তখন তাদের সাহায্য করার জন্য আমরা অনেক উপায় খুঁজে পেতে পারি। যখনই তাদের কোনো প্রয়োজন দেখা দেয়, তখন আপনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন, তা নিয়ে চিন্তা করুন।—যাকোব ২:১৫, ১৬.

গালাতীয় ৬:১০ পদ পড়ুন এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • কোন কোন উপায়ে আপনি মণ্ডলীর বয়স্ক ব্যক্তিদের “প্রতি ভালো কাজ” করতে পারেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৫ এবং প্রার্থনা