সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ২৭–জুন ২

গীতসংহিতা ৪২-৪৪

মে ২৭–জুন ২

গান ৮৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যিহোবার কাছ থেকে পাওয়া নির্দেশনা কাজে লাগান

(১০ মিনিট)

অন্যদের সঙ্গে যিহোবার উপাসনা করুন, সম্ভব হলে সরাসরি একত্রে মিলিত হয়ে (গীত ৪২:৪, ৫; প্রহরীদুর্গ ০৬ ৬/১ ৯ অনু. ৪)

ঈশ্বরের বাক্য নিয়ে অধ্যয়ন করার আগে প্রার্থনা করুন (গীত ৪২:৮; প্রহরীদুর্গ ১২ ১/১৫ ১৫ অনু. ২)

জীবনের প্রতিটা ক্ষেত্রে বাইবেলের সত্যগুলো কাজে লাগান (গীত ৪৩:৩)

যিহোবার কাছ থেকে পাওয়া নির্দেশনা আমাদের বিভিন্ন পরীক্ষার সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তিশালী করে এবং চিরকাল যিহোবার সেবা করার জন্য আমরা যে-প্রতিজ্ঞা করেছি, সেই অনুযায়ী চলতে সাহায্য করে—১পিতর ৫:১০; প্রহরীদুর্গ ১৬.০৯ ৫ অনু. ১১-১২.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৪৪:১৯—‘শৃগালদিগের স্থান’ বলতে হয়তো কী বোঝানো হয়েছে? (অন্তর্দৃষ্টি-১ ১২৪২, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৫ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তিকে পরবর্তী জনসাধারণের উদ্দেশে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানান। কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৫)

৬. বক্তৃতা

(৩ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ৪—মূলভাব: প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকবে। (শিক্ষা দেওয়া পাঠ ২)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৩৩

৭. কাজ ও শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধি ব্যবহার করো

(১৫ মিনিট) আলোচনা।

অল্পবয়সিরা, ১০-১২ বছরের মৌলিক শিক্ষা নেওয়ার পর তোমরা কী করবে বলে পরিকল্পনা করছ? তোমরা হয়তো ইতিমধ্যেই এমন একটা চাকরির কথা ভাবছ, যেটা তোমাদের অগ্রগামীর কাজ করতে সাহায্য করবে। অথবা তোমরা হয়তো এমন কোনো কোর্স করার কথা চিন্তা করছ, যেটার মাধ্যমে তোমরা কোনো দক্ষতা, লাইসেন্স অথবা ডিপ্লোমা লাভ করতে পারবে আর সেই অনুযায়ী কোনো কাজ খুঁজে পেতে পারবে। এই সময়টা হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে চমৎকার সময়! কিন্তু, তোমরা হয়তো কী বেছে নেবে, সেটা নিয়ে চিন্তায় পড়ে যাও অথবা অন্যদের খুশি করবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ অনুভব করো। কী তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধির সঙ্গে চিন্তা করার জন্য সাহায্য করতে পারে?

মথি ৬:৩২, ৩৩ পদ পড়ুন এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • কাজ ও শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে, যিহোবার সেবার সঙ্গে সম্পর্কযুক্ত লক্ষ্যগুলো স্পষ্ট মনে রাখা কেন ভালো?

  • কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের মথি ৬:৩২, ৩৩ পদের কথাগুলো কাজে লাগানোর জন্য সাহায্য করতে পারে?—গীত ৭৮:৪-৭

সতর্ক থেকো যেন আর্থিক নিরাপত্তার কথা ভেবে অথবা খ্যাতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে তোমরা কোনো সিদ্ধান্ত না নাও। (১ যোহন ২:১৫, ১৭) মনে রেখো, প্রচুর টাকাপয়সা থাকলে একজন ব্যক্তির পক্ষে ঈশ্বরের রাজ্যের বার্তা গ্রহণ করা কঠিন হয়ে পড়তে পারে। (লূক ১৮:২৪-২৭) একজন ব্যক্তি যদি ধনী হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করে, তা হলে তার পক্ষে দৃঢ় বিশ্বাস গড়ে তোলা এবং যিহোবাকে খুশি করার উপর মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাবে।—মথি ৬:২৪; মার্ক ৮:৩৬.

যে-বিষয়গুলো শেষ হয়ে যাবে, সেগুলোর উপর আস্থা রাখার বিষয়ে সাবধান!—ধনসম্পদ শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • কীভাবে হিতোপদেশ ২৩:৪, ৫ পদের কথাগুলো তোমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধি ব্যবহার করতে সাহায্য করবে?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৪২ এবং প্রার্থনা