সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ৬-১২

গান ৮৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না”

(১০ মিনিট)

মন্দ লোকদের কারণে আমরা কষ্ট ভোগ করি (গীত ৩৬:১-৪; প্রহরীদুর্গ ১৭.০৪ ১০ অনু. ৪)

“দুরাচারদের” বিরুদ্ধে রাগ পুষে রাখলে আমাদেরই ক্ষতি হয় (গীত ৩৭:১, ৭, ৮; প্রহরীদুর্গ ২২.০৬ ১০ অনু. ১০)

আমরা যখন যিহোবার প্রতিজ্ঞাগুলোর উপর আস্থা রাখি, তখন আমরা শান্তি লাভ করি (গীত ৩৭:১০, ১১; প্রহরীদুর্গ ০৩ ১২/১ ১৩ অনু. ২০)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘খবরে যে-খারাপ সংবাদগুলো তুলে ধরা হয়, সেগুলো নিয়ে কি আমি খুব বেশি চিন্তা করি?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৩৬:৬—গীতরচক যখন যিহোবার ধার্মিকতাকে “পর্ব্বতসমূহের” মতো বলে উল্লেখ করেছিলেন, তখন তিনি হয়তো কী বুঝিয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ৪৪৫, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন, যিনি আগে অধ্যয়ন করতে চাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)

৬. বক্তৃতা

(৫ মিনিট) ijwbv ৪৫ (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: গীতসংহিতা ৩৭:৪ পদের কথাগুলোর অর্থ কী? (শিক্ষা দেওয়া পাঠ ১৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৪৮

৭. আপনি কি ‘সঙ্কটের সময়ের’ জন্য প্রস্তুত আছেন?

(১৫ মিনিট) আলোচনা।

সারা পৃথিবীর ভাই-বোনেরা প্রাকৃতিক আর সেইসঙ্গে মানুষের তৈরি দুর্যোগগুলোর কারণে তাদের বিষয়সম্পত্তি হারিয়েছে এবং মৃত্যুতে প্রিয়জনদের হারিয়ে কষ্ট পাচ্ছে। (গীত ৯:৯, ১০) আমাদের যে-কারো প্রতি এই ধরনের ‘সঙ্কট’ ঘটতে পারে, তাই এইরকম বিষয়গুলোর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।

দুর্যোগের সময়ে টিকে থাকার জন্য জিনিসপত্র প্রস্তুত রাখার a পাশাপাশি আমরা আর কী করতে পারি?

  • মানসিকভাবে প্রস্তুত থাকুন: মনে রাখবেন, দুর্যোগ ঘটবে। তাই, আগে থেকে চিন্তা করে রাখুন যে, সেইসময় আপনি কী করবেন। আপনার জিনিসপত্রের প্রতি খুব বেশি মায়া গড়ে তুলবেন না। এতে দুর্যোগের সময় আপনি বুদ্ধির সঙ্গে ও বুঝে-শুনে কাজ করতে পারবেন এবং আপনার জিনিসপত্র বাঁচানোর চেয়ে বরং নিজের ও অন্যদের জীবন বাঁচানোর উপর মনোযোগ দিতে পারবেন। (আদি ১৯:১৬; গীত ৩৬:৯) এ ছাড়া, দুর্যোগের কারণে জিনিসপত্র হারালেও আপনি পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন।—গীত ৩৭:১৯

  • যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় রাখুন: যিহোবা আপনার যত্ন নিতে চান আর তাঁর এই ক্ষমতাও রয়েছে। তাই, তাঁর উপর আপনার আস্থাকে দৃঢ় করুন। (গীত ৩৭:১৮) প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে, এমনকী যদি আমাদের সবকিছু হারিয়ে যায় এবং কেবল আমাদের জীবন রক্ষা পায়, তবুও যিহোবা তাঁর দাসদের পরিচালনা দেবেন এবং সাহায্য করবেন। —যির ৪৫:৫; গীত ৩৭:২৩, ২৪

আমরা যখন নিশ্চিত থাকি, যিহোবা তাঁর প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করবেনই করবেন, তখন আমরা তাঁকে ‘সঙ্কটকালে আমাদের দৃঢ় দুর্গ’ করে তুলি।—গীত ৩৭:৩৯.

আপনি কি যেকোনো দুর্যোগের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • কীভাবে দুর্যোগের সময়ে যিহোবা আমাদের সাহায্য করতে পারেন?

  • তৈরি থাকার জন্য আমরা কোন বিষয়গুলো করতে পারি?

  • কীভাবে আমরা সেই ব্যক্তিদের সাহায্য করতে পারি, যারা দুর্যোগের শিকার হয়েছে?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৭ এবং প্রার্থনা