মে ৬-১২
গীতসংহিতা ৩৬-৩৭
গান ৮৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. “তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না”
(১০ মিনিট)
মন্দ লোকদের কারণে আমরা কষ্ট ভোগ করি (গীত ৩৬:১-৪; প্রহরীদুর্গ ১৭.০৪ ১০ অনু. ৪)
“দুরাচারদের” বিরুদ্ধে রাগ পুষে রাখলে আমাদেরই ক্ষতি হয় (গীত ৩৭:১, ৭, ৮; প্রহরীদুর্গ ২২.০৬ ১০ অনু. ১০)
আমরা যখন যিহোবার প্রতিজ্ঞাগুলোর উপর আস্থা রাখি, তখন আমরা শান্তি লাভ করি (গীত ৩৭:১০, ১১; প্রহরীদুর্গ ০৩ ১২/১ ১৩ অনু. ২০)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘খবরে যে-খারাপ সংবাদগুলো তুলে ধরা হয়, সেগুলো নিয়ে কি আমি খুব বেশি চিন্তা করি?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
গীত ৩৬:৬—গীতরচক যখন যিহোবার ধার্মিকতাকে “পর্ব্বতসমূহের” মতো বলে উল্লেখ করেছিলেন, তখন তিনি হয়তো কী বুঝিয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-২ ৪৪৫, ইংরেজি)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ৩৭:১-২৬ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন, যিনি আগে অধ্যয়ন করতে চাননি। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)
৬. বক্তৃতা
(৫ মিনিট) ijwbv ৪৫ (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: গীতসংহিতা ৩৭:৪ পদের কথাগুলোর অর্থ কী? (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
গান ১৪৮
৭. আপনি কি ‘সঙ্কটের সময়ের’ জন্য প্রস্তুত আছেন?
(১৫ মিনিট) আলোচনা।
সারা পৃথিবীর ভাই-বোনেরা প্রাকৃতিক আর সেইসঙ্গে মানুষের তৈরি দুর্যোগগুলোর কারণে তাদের বিষয়সম্পত্তি হারিয়েছে এবং মৃত্যুতে প্রিয়জনদের হারিয়ে কষ্ট পাচ্ছে। (গীত ৯:৯, ১০) আমাদের যে-কারো প্রতি এই ধরনের ‘সঙ্কট’ ঘটতে পারে, তাই এইরকম বিষয়গুলোর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।
দুর্যোগের সময়ে টিকে থাকার জন্য জিনিসপত্র প্রস্তুত রাখার a পাশাপাশি আমরা আর কী করতে পারি?
-
মানসিকভাবে প্রস্তুত থাকুন: মনে রাখবেন, দুর্যোগ ঘটবে। তাই, আগে থেকে চিন্তা করে রাখুন যে, সেইসময় আপনি কী করবেন। আপনার জিনিসপত্রের প্রতি খুব বেশি মায়া গড়ে তুলবেন না। এতে দুর্যোগের সময় আপনি বুদ্ধির সঙ্গে ও বুঝে-শুনে কাজ করতে পারবেন এবং আপনার জিনিসপত্র বাঁচানোর চেয়ে বরং নিজের ও অন্যদের জীবন বাঁচানোর উপর মনোযোগ দিতে পারবেন। (আদি ১৯:১৬; গীত ৩৬:৯) এ ছাড়া, দুর্যোগের কারণে জিনিসপত্র হারালেও আপনি পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন।—গীত ৩৭:১৯
-
যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় রাখুন: যিহোবা আপনার যত্ন নিতে চান আর তাঁর এই ক্ষমতাও রয়েছে। তাই, তাঁর উপর আপনার আস্থাকে দৃঢ় করুন। (গীত ৩৭:১৮) প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে, এমনকী যদি আমাদের সবকিছু হারিয়ে যায় এবং কেবল আমাদের জীবন রক্ষা পায়, তবুও যিহোবা তাঁর দাসদের পরিচালনা দেবেন এবং সাহায্য করবেন। —যির ৪৫:৫; গীত ৩৭:২৩, ২৪
আমরা যখন নিশ্চিত থাকি, যিহোবা তাঁর প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করবেনই করবেন, তখন আমরা তাঁকে ‘সঙ্কটকালে আমাদের দৃঢ় দুর্গ’ করে তুলি।—গীত ৩৭:৩৯.
আপনি কি যেকোনো দুর্যোগের জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
কীভাবে দুর্যোগের সময়ে যিহোবা আমাদের সাহায্য করতে পারেন?
-
তৈরি থাকার জন্য আমরা কোন বিষয়গুলো করতে পারি?
-
কীভাবে আমরা সেই ব্যক্তিদের সাহায্য করতে পারি, যারা দুর্যোগের শিকার হয়েছে?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ৯ অনু. ৮-১৬