সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? (T-31 ট্র্যাক্টের প্রচ্ছদ)

প্রশ্ন: দয়া করে এই প্রশ্নটা লক্ষ করুন। [প্রচ্ছদে দেওয়া প্রশ্নটা দেখান।] এই সম্বন্ধে আপনি কী মনে করেন? সৃষ্টিকর্তা এই বিষয়ে কী প্রতিজ্ঞা করেন, আমি কি আপনাকে তা দেখাতে পারি? [গৃহকর্তা যদি একমত হন, তা হলে শাস্ত্রপদ দেখান।]

শাস্ত্রপদ: প্রকা ২১:৩, ৪

অর্পণ: এই ট্র্যাক্টে তুলে ধরা হয়েছে, জগতের পরিস্থিতি আরও ভালো করার জন্য ঈশ্বর কীভাবে জগৎকে পরিবর্তন করবেন।

ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? (T-31 ট্র্যাক্ট, পৃষ্ঠা ২)

প্রশ্ন: আপনার কী মনে হয়, পবিত্র শাস্ত্রের এই লেখাগুলো কি কখনো পরিপূর্ণ হওয়া সম্ভব? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তা হলে শাস্ত্রপদ দেখান।]

শাস্ত্রপদ: প্রকা ২১:৩, ৪

অর্পণ: এই ট্র্যাক্টে দেখানো হয়েছে, কেন আমরা বিশ্বাস করতে পারি যে, এই কথাগুলো সত্যিই পরিপূর্ণ হবে।

ঈশ্বরের কাছ থেকে সুসমাচার

প্রশ্ন: বর্তমানে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। আপনার কী মনে হয়, এই ক্ষেত্রে প্রার্থনা কি আমাদের প্রকৃত সাহায্য প্রদান করতে পারে? [গৃহকর্তা যদি আগ্রহ দেখান, তা হলে শাস্ত্রপদ পড়ুন।]

শাস্ত্রপদ: ফিলি ৪:৬, ৭

অর্পণ: [২৪ পৃষ্ঠার ২ অনুচ্ছেদ দেখান।] এই ব্রোশারে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে প্রার্থনা করা আমাদের জন্য সবচেয়ে উপকারজনক হতে পারে।

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন