সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১১-১৮

যিহোবার তাঁবুতে কে বাস করবে?

যিহোবার তাঁবুতে কে বাস করবে?

যে-ব্যক্তি যিহোবার তাঁবুতে বাস করেন, তিনি ঈশ্বরের বন্ধু অর্থাৎ তিনি তাঁর উপর বিশ্বাস বা নির্ভর করেন এবং তাঁর বাধ্য থাকেন। গীতসংহিতার ১৫ গীত বর্ণনা করে, যিহোবা তাঁর একজন বন্ধুর মধ্যে কোন বিষয়গুলো দেখতে চান।

যিহোবার একজন বন্ধুকে অবশ্যই . . .

  • বিশ্বস্ত হতে হবে

  • সত্য কথা বলতে হবে, এমনকী হৃদয় থেকে

  • যিহোবার সহদাসদের মান্য বা সম্মান করতে হবে

  • নিজের কথা রাখতে হবে, এমনকী তা রাখা কঠিন হলেও

  • কিছু পাওয়ার আশা না করেই অভাবী ব্যক্তিদের সাহায্য করতে হবে

যিহোবার একজন বন্ধু কখনোই . . .

  • গুজব ছড়ান না এবং পরিবাদ করেন না

  • প্রতিবেশীদের অপকার করেন না

  • খ্রিস্টান ভাই-বোনদের নিজের স্বার্থে কাজে লাগান না

  • সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করেন না, যারা যিহোবাকে সেবা করে না অথবা তাঁর প্রতি বাধ্যতা দেখায় না

  • উৎকোচ বা ঘুস নেন না