খ্রিস্টীয় জীবনযাপন
JW লাইব্রেরি ব্যবহার করার বিভিন্ন উপায়
ব্যক্তিগত অধ্যয়নের সময়:
-
বাইবেল এবং দৈনিক শাস্ত্রপদ পড়ুন
-
বর্ষপুস্তক (ইংরেজি), বিভিন্ন পত্রিকা ও সেইসঙ্গে অন্যান্য প্রকাশনা পড়ুন। বুকমার্ক ফিচার ব্যবহার করুন
-
মণ্ডলীর সভার জন্য প্রস্তুতি নিন এবং উত্তরগুলো হাইলাইট করুন
-
ভিডিও দেখুন
সভার সময়:
-
বক্তা যে-শাস্ত্রপদগুলো উল্লেখ করেন, সেগুলো খুঁজে বের করুন। কোনো শাস্ত্রপদে ফিরে আসার জন্য হিস্টোরি ফিচার ব্যবহার করুন
-
সভাতে বিভিন্ন ছাপানো প্রকাশনা আনার পরিবর্তে, আপনার ডিভাইস ব্যবহার করুন, যাতে আপনি সভার বিভিন্ন অংশ অনুসরণ করতে ও গান গাইতে পারেন। JW লাইব্রেরি-তে সেইসমস্ত নতুন গান রয়েছে, যেগুলো এখনও ছাপানো গান বইয়ে নেই
পরিচর্যার সময়:
-
কোনো আগ্রহী ব্যক্তিকে JW লাইব্রেরি থেকে কিছু দেখান এবং এরপর তার নিজের ডিভাইসে আ্যপটা ও সেইসঙ্গে প্রকাশনা ডাউনলোড করতে সাহায্য করুন
-
বাইবেলের কোনো শাস্ত্রপদ খোলার জন্য সার্চ ফিচার ব্যবহার করুন। কোনো বাক্যাংশ যদি পরিমার্জিত নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলে না পাওয়া যায়, তা হলে রেফারেন্স বাইবেল (ইংরেজি) বাছাই করে পুনরায় সেই বাক্যাংশ খুঁজুন
-
ভিডিও দেখান। গৃহকর্তার যদি সন্তান থাকে, তা হলে আপনি যিহোবার বন্ধু হও শিরোনামের ধারাবাহিক ভিডিওগুলোর একটা দেখাতে পারেন। অথবা বাইবেল অধ্যয়নের প্রতি আগ্রহ জাগিয়ে তোলার জন্য আপনি কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটা দেখাতে পারেন। কেউ যদি অন্য ভাষায় কথা বলেন, তা হলে তাকে তার ভাষার কোনো ভিডিও দেখান
-
কোনো ব্যক্তিকে অন্য ভাষার একটা অনুবাদ থেকে শাস্ত্রপদ দেখান, যেটা আপনি ইতিমধ্যেই ডাউনলোড করেছেন। সেই শাস্ত্রপদে যান, শাস্ত্রপদের সংখ্যার উপর ট্যাপ করুন এবং অন্যান্য অনুবাদের আইকনের উপর ট্যাপ করুন