মে ২-৮
ইয়োব ৩৮-৪২
গান ১৮ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“অন্যদের জন্য প্রার্থনা করলে যিহোবা খুশি হন”: (১০ মিনিট)
ইয়োব ৪২:৭, ৮—যিহোবা ইয়োবকে ইলীফস, বিল্দদ এবং সোফরের জন্য প্রার্থনা করতে বলেন (প্রহরীদুর্গ ১৩ ৬/১৫ ২১ অনু. ১৭; প্রহরীদুর্গ ৯৮ ৫/১ ৩০ অনু. ৩-৬)
ইয়োব ৪২:১০—ইয়োব তাদের জন্য প্রার্থনা করেন এবং পরে যিহোবা ইয়োবের উত্তম স্বাস্থ্য ফিরিয়ে দেন (প্রহরীদুর্গ ৯৮ ৫/১ ৩১ অনু. ৩)
ইয়োব ৪২:১০-১৭—ইয়োবের বিশ্বাস এবং ধৈর্যের জন্য যিহোবা তাকে প্রচুররূপে আশীর্বাদ করেন (প্রহরীদুর্গ ৯৪ ১১/১ ২৭ অনু. ১৯-২০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
ইয়োব ৩৮:৪-৭—“প্রভাতীয় নক্ষত্রগণ” কারা এবং তাদের সম্বন্ধে আমরা কী জানি? (বাইবেল শিক্ষা দেয় ৯৬-৯৭ অনু. ৩)
ইয়োব ৪২:৩-৫—ইয়োবের মতো আমরাও কীভাবে ঈশ্বরকে দেখতে পারি? (প্রহরীদুর্গ ১৫ ১০/১৫ ৭-৮ অনু. ১৬-১৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ইয়োব ৪১:১-২৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সম্বন্ধে আলোচনা করার সময় “JW লাইব্রেরি ব্যবহার করার বিভিন্ন উপায়” শিরোনামের প্রবন্ধ থেকে কিছু বিষয় সংক্ষেপে তুলে ধরুন। পরিচর্যায় প্রকাশকরা কত বার ভিডিও দেখিয়েছে, তা প্রত্যেক মাসের রিপোর্টে অন্তর্ভুক্ত করার বিষয়টা তাদেরকে মনে করিয়ে দিন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনি কি JW লাইব্রেরি ব্যবহার করছেন?”: (১৫ মিনিট) শুরুতে প্রবন্ধ নিয়ে পাঁচ মিনিট আলোচনা করুন। এরপর, “JW লাইব্রেরি” ব্যবহার করা শুরু করুন শিরোনামের ভিডিওটা দেখান এবং সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। তারপর, প্রকাশনাদি ডাউনলোড করুন এবং ব্যবহার করুন ও সেইসঙ্গে পড়ার সময় পছন্দ অনুযায়ী রদবদল করুন শিরোনামের ভিডিওগুলো দেখান এবং সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। ১৬ মে থেকে যে-সপ্তাহ শুরু হয়, সেই সপ্তাহে “JW লাইব্রেরি ব্যবহার করার বিভিন্ন উপায়” শিরোনামের প্রবন্ধটা আলোচনা করা হবে। তাই, যারা তাদের ইলেকট্রনিক ডিভাইসে JW লাইব্রেরি আ্যপ ইনস্টল করতে এবং প্রকাশনাদি ডাউনলোড করতে সক্ষম, তাদের সকলকে উৎসাহিত করুন যেন তারা সেই সপ্তাহের আগেই তা করে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৪ অনু. ১০-১৪, ১৮৮-১৮৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স, ২৫৪-২৫৫ পৃষ্ঠায় দেওয়া পরিশিষ্ট
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫০ এবং প্রার্থনা