খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি JW লাইব্রেরি ব্যবহার করছেন?
JW লাইব্রেরি হল একটা আ্যপ (সফ্টওয়্যার আ্যপ্লিকেশন) যেটা বিনা মূল্যে ডাউনলোড করা যেতে পারে। এর সাহায্যে আপনি নিজের ফোন, ট্যাবলেট অথবা কম্পিউটারে বাইবেল, অন্যান্য প্রকাশনা, ভিডিও এবং অডিও প্রোগ্রাম ডাউনলোড করতে পারবেন।
যেভাবে ডাউনলোড করতে পারেন: অনলাইনে যান এবং আ্যপ স্টোর থেকে JW লাইব্রেরি ইনস্টল করুন। বিভিন্ন ডিভাইস থেকে এই আ্যপ ডাউনলোড করা যেতে পারে। অনলাইনে গিয়ে এই আ্যপ খুলুন এবং আপনার পছন্দমতো বিভিন্ন বিষয় নিজের ডিভাইসে ডাউনলোড করুন। বাড়িতে যদি ইন্টারনেট না থাকে, তা হলে আপনি কিংডম হলে, পাবলিক লাইব্রেরিতে অথবা কাছাকাছি কোনো কফি শপে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আপনার ডিভাইসে প্রকাশনা ডাউনলোড করার পর, সেগুলোর জন্য আপনাকে আর ইন্টারনেট ব্যবহার করতে হবে না। যেহেতু JW লাইব্রেরি-তে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার দেওয়া হয়, তাই সময় সময় অনলাইনে গিয়ে এই আ্যপের আপডেট ইনস্টল করুন।
কেন ডাউনলোড করবেন? JW লাইব্রেরি-র সাহায্যে আপনি খুব সহজেই ব্যক্তিগত অধ্যয়ন করতে পারবেন এবং মণ্ডলীর সভা চলাকালীন বিভিন্ন প্রকাশনা মিলিয়ে দেখতে পারবেন। এ ছাড়া, এটা ক্ষেত্রের পরিচর্যার জন্যও ব্যাবহারিক, বিশেষভাবে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করার সময়।