সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ৩০-জুন ৫

গীতসংহিতা ২৬-৩৩

মে ৩০-জুন ৫
  • গান ২৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) সত্য জানতে চান ট্র্যাক্ট—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) JW লাইব্রেরি থেকে বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখিয়ে একজন পরিচিত ব্যক্তিকে কীভাবে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া যেতে পারে, সেটার নমুনা তুলে ধরুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) যিহোবার ইচ্ছা পাঠ ৯—সংক্ষেপে ছাত্রকে দেখান, কীভাবে তিনি JW লাইব্রেরি ব্যবহার করে সভার জন্য প্রস্তুতি নিতে পারেন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১

  • স্থানীয় প্রয়োজন: (১৫ মিনিট) যদি চান, তা হলে বর্ষপুস্তক (ইংরেজি) থেকে যে-শিক্ষাগুলো লাভ করা যায়, সেগুলো আলোচনা করতে পারেন। (বর্ষপুস্তক ১৬ ১১২-১১৩; ১৩৫-১৩৬, ইংরেজি)

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৫ অনু. ১৮-২৩, ২০৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪২ এবং প্রার্থনা