সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ৯-১৫
  • গান ৩০ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১

  • যিহোবার গৃহের প্রতি সম্মান দেখাও: (৫ মিনিট) আলোচনা। jw.org ওয়েবসাইট থেকে যিহোবার বন্ধু হও—যিহোবার গৃহের প্রতি সম্মান দেখাও ভিডিওটা দেখান। (jw.org/bn ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটের প্রকাশনাদি > ভিডিও-তে গিয়ে যিহোবার বন্ধু হও ধারাবাহিক ভিডিওগুলো থেকে দেখুন।) এরপর, অল্পবয়সি ছেলে-মেয়েদের মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদেরকে ভিডিও সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন।

  • পূর্ণসময়ের পরিচর্যার আনন্দ: (১০ মিনিট) একজন অথবা দু-জন পূর্ণসময়ের দাসের সাক্ষাৎকার নিন। এই ধরনের পরিচর্যা বেছে নেওয়ার জন্য কী তাদের উৎসাহিত করেছিল? পূর্ণসময়ের পরিচর্যা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কোন কোন বাধার মুখোমুখি হয়েছে এবং কী তাদের হাল ছেড়ে না দিতে সাহায্য করেছে? তারা কোন আশীর্বাদগুলো লাভ করেছে? প্রকাশকদের উৎসাহিত করুন যে, তাদের পরিস্থিতি অনুযায়ী যদি সম্ভব হয়, তা হলে তারা যেন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করে।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৪ অনু. ১৫-১৯, ১৯১ পৃষ্ঠায় দেওয়া বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ১১ এবং প্রার্থনা