মে ৯-১৫
গীতসংহিতা ১-১০
গান ৩০ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার সঙ্গে শান্তি বজায় রাখার জন্য তাঁর পুত্রকে সম্মান করতে হবে”: (১০ মিনিট)
[গীতসংহিতা বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
গীত ২:১-৩—যিহোবা এবং যিশুর প্রতি বিরোধিতা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয় (প্রহরীদুর্গ ০৪ ৭/১৫ ১৬-১৭ অনু. ৪-৮; অন্তর্দৃষ্টি-১ ৫০৭, ইংরেজি; অন্তর্দৃষ্টি-২ ৩৮৬ অনু. ৩, ইংরেজি)
গীত ২:৮-১২—যারা যিহোবার অভিষিক্ত রাজাকে সম্মান করে, কেবল তারাই জীবন লাভ করবে (প্রহরীদুর্গ ০৪ ৮/১ ৫ অনু. ২-৩; প্রহরীদুর্গ ০৪ ৭/১৫ ১৯ অনু. ১৯)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ২:৭—‘সদাপ্রভুর বিধি’ কী? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ১৭ অনু. ৬; প্রহরীদুর্গ ০৪ ৭/১৫ ১৮ অনু. ১৩)
গীত ৩:২—“সেলা” শব্দের অর্থ কী? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ১৮ অনু. ২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৮:১–৯:১০
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-31 ট্র্যাক্টের প্রচ্ছদ—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-31 ট্র্যাক্টের প্রচ্ছদ।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ১১-১২ অনু. ১২-১৩—ছাত্রকে তার ইলেকট্রনিক ডিভাইসে JW লাইব্রেরি ডাউনলোড করার জন্য উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার গৃহের প্রতি সম্মান দেখাও: (৫ মিনিট) আলোচনা। jw.org ওয়েবসাইট থেকে যিহোবার বন্ধু হও—যিহোবার গৃহের প্রতি সম্মান দেখাও ভিডিওটা দেখান। (jw.org/bn ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটের প্রকাশনাদি > ভিডিও-তে গিয়ে যিহোবার বন্ধু হও ধারাবাহিক ভিডিওগুলো থেকে দেখুন।) এরপর, অল্পবয়সি ছেলে-মেয়েদের মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদেরকে ভিডিও সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন।
পূর্ণসময়ের পরিচর্যার আনন্দ: (১০ মিনিট) একজন অথবা দু-জন পূর্ণসময়ের দাসের সাক্ষাৎকার নিন। এই ধরনের পরিচর্যা বেছে নেওয়ার জন্য কী তাদের উৎসাহিত করেছিল? পূর্ণসময়ের পরিচর্যা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কোন কোন বাধার মুখোমুখি হয়েছে এবং কী তাদের হাল ছেড়ে না দিতে সাহায্য করেছে? তারা কোন আশীর্বাদগুলো লাভ করেছে? প্রকাশকদের উৎসাহিত করুন যে, তাদের পরিস্থিতি অনুযায়ী যদি সম্ভব হয়, তা হলে তারা যেন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৪ অনু. ১৫-১৯, ১৯১ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১১ এবং প্রার্থনা