সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মে ২৩-২৯
  • গান ৪৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয়—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয়।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ১২৯-১৩০ অনু. ১১-১২.

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৫৫

  • JW লাইব্রেরি ব্যবহার করার বিভিন্ন উপায়ভাগ ২: (১৫ মিনিট) আলোচনা। বিভিন্ন বাইবেল ডাউনলোড করুন এবং ব্যবহার করুন বাইবেল অথবা কোনো প্রকাশনায় সার্চ ফিচার ব্যবহার করুন শিরোনামের ভিডিওগুলো দেখান এবং সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। এরপর, প্রবন্ধের শেষ উপশিরোনাম নিয়ে আলোচনা করুন। পরিচর্যায় শ্রোতারা আরও যে-সমস্ত উপায়ে JW লাইব্রেরি ব্যবহার করছে, সেগুলো উল্লেখ করার জন্য তাদের আমন্ত্রণ জানান।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৫ অনু. ১০-১৭, ২০৩ পৃষ্ঠায় দেওয়া বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ১৩ এবং প্রার্থনা