সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মার্ক ৯-১০

বিশ্বাস শক্তিশালী করার মতো এক দর্শন

বিশ্বাস শক্তিশালী করার মতো এক দর্শন

৯:১-৭

রূপান্তরের দর্শনের সময় যিশু যখন তাঁর স্বর্গীয় পিতাকে বলতে শুনেছিলেন, তিনি তাঁর উপর প্রীত বা সন্তুষ্ট, তখন যিশুর কেমন লেগেছিল তা একটু কল্পনা করুন। এই কথা নিঃসন্দেহে যিশুকে সামনে যে-কষ্ট ভোগ করতে হবে, সেটার মোকাবিলা করার জন্য শক্তিশালী করেছিল। এ ছাড়া, এই দর্শন পিতর, যাকোব ও যোহনের উপর গভীর ছাপ ফেলেছিল। এটা তাদের এই বিষয়ে দৃঢ়প্রত্যয়ী করেছিল যে, যিশুই হলেন মশীহ এবং তাঁর কথা শুনে তারা সঠিক কাজ করেছেন। এমনকী প্রায় ৩২ বছর পরও পিতর সেই অভিজ্ঞতা এবং এটা যেভাবে ‘ভাববাণীর বাক্যের’ প্রতি তার বিশ্বাসকে দৃঢ় করেছে, সেই বিষয়ে স্মরণ করতে পেরেছিলেন।—২পিতর ১:১৬-১৯.

যদিও আমরা ব্যক্তিগতভাবে এই অসাধারণ দর্শন দেখিনি, তবে আমরা এটার পরিপূর্ণতা দেখতে পাচ্ছি। যিশু এখন ক্ষমতাবান রাজা হিসেবে শাসন করছেন। শীঘ্রই, তিনি ‘জয় করিবেন’ ও এক ধার্মিক নতুন জগতের জন্য পথ খুলে দেবেন।—প্রকা ৬:২.

বাইবেলের ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা দেখার মাধ্যমে আপনার বিশ্বাস কীভাবে দৃঢ় হয়েছে?