মে ২৮–জুন ৩
মার্ক ১৩-১৪
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“লোকভয়ের ফাঁদে পড়া এড়িয়ে চলুন”: (১০ মিনিট)
মার্ক ১৪:২৯, ৩১—প্রেরিতরা বলেছিলেন, তারা যিশুকে অস্বীকার করবেন না
মার্ক ১৪:৫০—যিশুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন প্রেরিতরা সবাই তাঁকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন
মার্ক ১৪:৪৭, ৫৪, ৬৬-৭২—যিশুর সুরক্ষা করার ও তাঁকে দূর থেকে অনুসরণ করার মতো সাহস পিতরের ছিল, কিন্তু তিনি পরে তিন বার যিশুকে অস্বীকার করেছিলেন (অনুকরণ করুন ২০০ অনু. ১৪; অন্তর্দৃষ্টি-২ ৬১৯ অনু. ৬, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
মার্ক ১৪:৫১, ৫২—সেই যুবক হয়তো কে ছিল, যে “উলঙ্গই পলায়ন করিল”? (প্রহরীদুর্গ ০৮ ২/১৫ ৩০ অনু. ৬)
মার্ক ১৪:৬০-৬২—যিশু হয়তো কোন কারণে মহাযাজকের প্রশ্নের উত্তর দেওয়া বেছে নিয়েছিলেন? (যিশুই পথ, সত্য ও জীবন ২৮৭ অনু. ৪, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মার্ক ১৪:৪৩-৫৯
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন। বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ১৭ অনু. ১৭-১৮
খ্রিস্টীয় জীবনযাপন
গান ১৭
“যিহোবা সাহসী হতে তোমাকে সাহায্য করবেন”: (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৭ অনু. ১৭-২৩, ১৭৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১৫ এবং প্রার্থনা