সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মার্ক ১৩-১৪

লোকভয়ের ফাঁদে পড়া এড়িয়ে চলুন

লোকভয়ের ফাঁদে পড়া এড়িয়ে চলুন

কেন প্রেরিতরা চাপের কাছে নতিস্বীকার করেছিলেন?

১৪:২৯, ৩১

  • তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। পিতর এমনকী মনে করেছিলেন, যিশুর প্রতি তিনি অন্য প্রেরিতদের চেয়ে আরও বেশি অনুগত থাকবেন

১৪:৩২, ৩৭-৪১

  • তারা জেগে থাকেননি ও প্রার্থনা করেননি

যিশুর পুনরুত্থানের পর, কোন বিষয়টা অনুতপ্ত প্রেরিতদের লোকভয়ের কাছে নতিস্বীকার করা এড়িয়ে চলতে এবং বিরোধিতা সত্ত্বেও প্রচার করতে সাহায্য করেছিল?

১৩:৯-১৩

  • তারা যিশুর সতর্কবাণীর প্রতি মনোযোগ দিয়েছিলেন আর তাই যখন বিরোধিতা ও তাড়না এসেছিল, তখন তারা অপ্রস্তুত ছিলেন না

  • তারা যিহোবার উপর নির্ভর করেছিলেন ও প্রার্থনা করেছিলেন।—প্রেরিত ৪:২৪, ২৯

কোন কোন পরিস্থিতিতে আমাদের সাহস পরীক্ষিত হতে পারে?