মে ৭-১৩
মার্ক ৭-৮
গান ৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নিজের যাতনাদণ্ড তুলে নাও ও আমাকে অনুসরণ করো”: (১০ মিনিট)
মার্ক ৮:৩৪, NW—খ্রিস্টকে অনুসরণ করার জন্য আমাদের নিজেদের অস্বীকার করতে হবে (“সে নিজেকে অস্বীকার করুক” স্টাডি নোট—মার্ক ৮:৩৪, nwtsty; প্রহরীদুর্গ ৯২ ১১/১ ১৭ অনু. ১৪)
মার্ক ৮:৩৫-৩৭—যিশু ভাবিয়ে তোলার মতো দুটো প্রশ্ন জিজ্ঞেস করেন, যেগুলো আমাদের অগ্রাধিকারের প্রতি মনোযোগ দিতে সাহায্য করে (প্রহরীদুর্গ ০৮ ১০/১৫ ২৬ অনু. ৩-৪)
মার্ক ৮:৩৮—খ্রিস্টকে অনুসরণ করার জন্য সাহস প্রয়োজন (যিশুই পথ, সত্য ও জীবন ১৪৩ অনু. ৪, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
মার্ক ৭:৫-৮—কেন হাত ধোয়ার বিষয়টা ফরীশীদের কাছে বিতর্ক করার মতো এক বিষয় ছিল? (প্রহরীদুর্গ ১৬.০৮ ৩০ অনু. ১-৪)
মার্ক ৭:৩২-৩৫—কীভাবে এই বধির ব্যক্তির প্রতি যিশুর বিবেচনাবোধ আমাদের জন্য এক উদাহরণ? (প্রহরীদুর্গ ০০ ২/১৫ ১৭-১৮ অনু. ৯-১১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মার্ক ৭:১-১৫
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ১৬ অনু. ৯-১০
খ্রিস্টীয় জীবনযাপন
গান ৭
স্থানীয় প্রয়োজন: (৫ মিনিট)
“খ্রিস্টকে অনুসরণ করার জন্য আপনাদের সন্তানকে প্রস্তুত করুন”: (১০ মিনিট) আলোচনা।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৬ অনু. ১৮-২২, ১৬৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪৮ এবং প্রার্থনা