ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন
আমাদের ভাই-বোনদের কাছ থেকে সাহায্য নিন
যিহোবা আমাদের সাহায্য করার জন্য ‘সমস্ত ভাইদের’ অর্থাৎ আমাদের ভাই-বোনদের জুগিয়েছেন। (১পিতর ৫:৯) পরিচর্যায় আমরা যেসমস্ত সমস্যার মুখোমুখি হই, সেগুলো কাটিয়ে উঠতে তারা আমাদের সাহায্য করে। উদাহরণ স্বরূপ, আক্বিলা ও প্রিষ্কিল্লা, সীল, তীমথিয় এবং অন্যদের সাহায্য থেকে প্রেরিত পৌল উপকার লাভ করেছিলেন।—প্রেরিত ১৮:১-৫.
কীভাবে ভাই-বোনেরা পরিচর্যায় আপনাকে সাহায্য করতে পারে? কেউ আপত্তি জানালে কীভাবে কথা চালিয়ে যেতে হয়, কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায় অথবা কীভাবে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দেওয়া যায় এবং তা পরিচালনা করা যায়, সেই বিষয়ে তারা হয়তো এমন পরামর্শ দিতে পারে, যা কাজে লাগানো যায়। আপনার মণ্ডলীর এমন কারো কথা চিন্তা করুন, যিনি আপনাকে প্রয়োজনীয় সাহায্য করতে পারেন আর এরপর তার কাছে সাহায্য চান। কোনো সন্দেহ নেই, এতে আপনারা দু-জনই উপকার লাভ করবেন এবং একে অন্যকে আনন্দ পেতে সাহায্য করবেন।—ফিলি ১:২৫.
শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—যিহোবার কাছ থেকে সাহায্য নিন—আমাদের ভাই ও বোন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
নীতা কীভাবে জেডকে মণ্ডলীর একটা সভায় যোগ দেওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করে?
-
কেন আমাদের বাইবেল অধ্যয়নে অন্য প্রকাশকদের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত?
-
জেড এবং বোন এবিগে কোন একই পছন্দের বিষয় নিয়ে কথা বলে?
-
ভাই-বোনেরা আপনাকে পরিচর্যার কোন দক্ষতাগুলো শেখাতে পারে?