খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবাকে সবসময় প্রথমে রাখুন
যখন চাকরি খুঁজে পাওয়া কঠিন হয়, তখন ঈশ্বরের রাজ্যকে ও সেইসঙ্গে তাঁর দৃষ্টিতে যে-বিষয়গুলো সঠিক, সেগুলো করাকে জীবনে প্রথমে রাখা আমাদের জন্য হয়তো সহজ হয় না। আমরা হয়তো এমন চাকরি করার জন্য প্রলোভিত হই, যেটার কারণে যিহোবার সেবা করা আমাদের জন্য কঠিন হয় অথবা যেটা বাইবেলের নীতির বিরুদ্ধে। কিন্তু, আমরা নিশ্চিত থাকতে পারি, “সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র” তাদের পক্ষে যিহোবা তাঁর শক্তি দেখান। (২বংশা ১৬:৯) আমাদের সাহায্য করার এবং আমাদের যা প্রয়োজন, তা জোগানোর ক্ষেত্রে কোনো কিছুই আমাদের প্রেমময় পিতাকে বাধা দিতে পারে না। (রোমীয় ৮:৩২) তাই, চাকরির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অবশ্যই যিহোবার উপর নির্ভর করতে হবে এবং তাঁর সেবাকে আমাদের জীবনে প্রথমে রাখতে হবে।—গীত ১৬:৮.
যিহোবার জন্য পূর্ণহৃদয়ে কাজ করুন নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কেন জেসন ঘুস নিতে চাননি?
-
কীভাবে আমরা কলসীয় ৩:২৩ পদ কাজে লাগাতে পারি?
-
জেসনের ভালো উদাহরণ টমাসের উপর কেমন প্রভাব ফেলেছিল?
-
কীভাবে আমরা মথি ৬:২২ পদ কাজে লাগাতে পারি?