সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

এক উত্তম জগৎ সম্বন্ধে সুসমাচার প্রচার করুন!

এক উত্তম জগৎ সম্বন্ধে সুসমাচার প্রচার করুন!

নভেম্বর মাসে আমরা এই সুসমাচার প্রচার করার জন্য বিশেষ প্রচেষ্টা করব যে, এক উত্তম জগৎ খুবই কাছে। (গীত ৩৭:১০, ১১; প্রকা ২১:৩-৫) এই অভিযানে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য আপনার তালিকায় রদবদল করুন। আপনি যদি সেই মাসে একজন সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করতে চান, তা হলে আপনি হয়তো বাছাই করতে পারেন যে, আপনি ৩০ ঘণ্টা কাজ করবেন, না কি ৫০ ঘণ্টা কাজ করবেন।

যত বেশি লোককে সম্ভব, নতুন জগৎ সম্বন্ধে একটা শাস্ত্রপদ দেখানোর জন্য প্রস্তুত থাকুন। বাইবেল থেকে একটা পদ বাছাই করার সময় চিন্তা করুন, সেটা আপনার এলাকার লোকদের হৃদয় কতটা স্পর্শ করবে। প্রথম সাক্ষাতে কেউ যদি আগ্রহ দেখান, তা হলে তাকে প্রহরীদুর্গ, জনসাধারণের সংস্করণ নং. ২, ২০২১ সালের পত্রিকার একটা কপি দিন। এরপর আগ্রহী ব্যক্তির সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব পুনর্সাক্ষাৎ করুন এবং চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। অন্যদের “মঙ্গলের সুসমাচার” জানানোর কাজে পুরোপুরিভাবে অংশ নেওয়া কতই-না আনন্দের বিষয়!—যিশা ৫২:৭.

পরমদেশ জগতে শিরোনামের ব্রডকাস্টিং গানের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ছোট মেয়েটি কোন অপূর্ব ভবিষ্যৎ সম্বন্ধে কল্পনা করছে?

  • পরমদেশে আপনি বিশেষভাবে কী দেখার জন্য অপেক্ষা করে আছেন?

  • আপনার প্রত্যাশা সম্বন্ধে ধ্যান করা কীভাবে আপনাকে নভেম্বর মাসের অভিযানে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করতে পারে?—লূক ৬:৪৫.