সেপ্টেম্বর ১৩-১৯
যিহোশূয়ের পুস্তক ১–২
গান ৪৮ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যেভাবে আপনার পথকে সফল করা যায়”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
যিহো ২:৪, ৫—রাজার লোকেরা যখন গুপ্তচরদের খুঁজতে এসেছিল, তখন রাহব কেন তাদের ভুল তথ্য দিয়েছিলেন? (প্রহরীদুর্গ ০৪ ১২/১ ৯ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) যিহো ২:১-১৬ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। পুনর্সাক্ষাৎ: বাইবেল—ইয়োব ২৬:৭ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১১)
পুনর্সাক্ষাৎ: (৫ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার অর্পণ করুন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনার চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করে চলুন”: (১৫ মিনিট) আলোচনা। “এক উত্তম বিবেক বজায় রাখো” শিরোনামের ভিডিওটা দেখান (ভিডিও-র অধীনে পরিবার)।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ১১ অনু. ১৬-২৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১১ এবং প্রার্থনা