সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনার চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করে চলুন

আপনার চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করে চলুন

একজন খেলোয়াড় যদি তার দক্ষতা বজায় রাখতে চান, তা হলে তাকে ক্রমাগত তার পেশিগুলোকে প্রশিক্ষিত করতে হবে। একইভাবে, আমাদের চিন্তা করার ক্ষমতাকে প্রশিক্ষিত করার এবং তা বজায় রাখার জন্য ক্রমাগত প্রচেষ্টা করতে হবে। (ইব্রীয় ৫:১৪) যদিও আমাদের হয়তো অন্যদের সিদ্ধান্ত অনুকরণ করার মনোভাব রয়েছে, কিন্তু আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা ব্যবহার করার এবং নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নেওয়ার বিষয়টা শিখতে হবে। কেন? কারণ আমাদের প্রত্যেককে নিজ নিজ সিদ্ধান্তের জন্য নিকাশ দিতে হবে।—রোমীয় ১৪:১২.

আমাদের এইরকম মনে করা উচিত নয়, যেহেতু আমরা অনেক বছর ধরে একজন বাপ্তাইজিত দাস হিসেবে আছি, তাই সহজেই উত্তম সিদ্ধান্ত নিতে পারব। বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের পুরোপুরিভাবে যিহোবা, তাঁর বাক্য এবং তাঁর সংগঠনের উপর নির্ভর করতে হবে।—যিহো ১:৭, ৮; হিতো ৩:৫, ৬; মথি ২৪:৪৫.

“এক উত্তম বিবেক বজায় রাখো” নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • এমা কোন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন?

  • বিবেকের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে কেন আমাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করা এড়িয়ে চলা উচিত?

  • এক দম্পতি এমাকে কোনো বিজ্ঞ পরামর্শ সম্বন্ধে জানিয়েছিলেন?

  • এমা তার পরিস্থিতি সম্বন্ধে কোথায় সাহায্যকারী তথ্য খুঁজে পেয়েছিলেন?