ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন | পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন
আমাদের গবেষণা করার হাতিয়ারগুলো ব্যবহার করুন
দক্ষতার সঙ্গে শিক্ষা দেওয়ার জন্য যিহোবা আমাদের বিভিন্ন হাতিয়ার দিয়েছেন যেমন, ভিডিও, ট্র্যাক্ট, পত্রিকা, ব্রোশার, বই এবং আমাদের প্রধান হাতিয়ার বাইবেল। (২তীম ৩:১৬) এ ছাড়া, তিনি আমাদের গবেষণা করার জন্য বিভিন্ন হাতিয়ার জুগিয়েছেন, যেগুলো আমাদের শাস্ত্র ব্যাখ্যা করতে সাহায্য করে। এগুলোর মধ্যে রয়েছে, ওয়াচটাওয়ার লাইব্রেরি, JW লাইব্রেরি অ্যাপ, ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি ও যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা।
আপনার কাছে যে-হাতিয়াগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করে আপনি যখন বাইবেল থেকে আরও গভীর বিষয় গবেষণা করবেন, তখন আপনি আনন্দ লাভ করবেন। এই হাতিয়ারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়ে আপনার ছাত্র-ছাত্রীদেরও প্রশিক্ষণ দিন। বাইবেলের বিষয়ে তাদের নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে তারাও আনন্দ লাভ করবে।
শিষ্য তৈরির কাজে আনন্দ লাভ করুন—যিহোবার কাছ থেকে সাহায্য নিন—গবেষণার হাতিয়ারগুলো ব্যবহার করে নাটকের আকারে তুলে ধরা এই ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
সৃষ্টি সম্বন্ধে জেড কোন আপত্তি জানিয়েছিল?
-
এই বিষয়ে নীতা কোথায় তথ্য খুঁজে পেয়েছিল?
-
জেডের জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে এমন তথ্য সে কীভাবে বাছাই করেছিল?
-
আমাদের গবেষণা করার হাতিয়ারগুলোর ব্যবহার নীতার উপর কেমন প্রভাব ফেলেছিল?