সেপ্টেম্বর ২৭-অক্টোবর ৩
যিহোশূয়ের পুস্তক ৬–৭
গান ২৪ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নিষ্ফল বিষয়গুলো থেকে সরে আসুন”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
যিহো ৬:২০—কোন প্রমাণ দেখায় যে, প্রাচীন যিরীহো নগরকে দীর্ঘসময় ধরে ঘেরাও না করেই জয় করা হয়েছিল? (প্রহরীদুর্গ ১৫ ১১/১৫ ১৩ অনু. ২-৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) যিহো ৬:১-১৪ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! পাঠ ০১ বিষয় ৩ (শিক্ষা দেওয়া পাঠ ৮)
খ্রিস্টীয় জীবনযাপন
সাংগঠনিক সাফল্য: (৫ মিনিট) সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য ভিডিওটা দেখান।
ইচ্ছাকৃতভাবে অবাধ্য হওয়া খারাপ পরিণতি নিয়ে আসে: (১০ মিনিট) আলোচনা। ‘একটী বাক্যও বিফল হয় নাই’—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন: যিরীহো সম্বন্ধে যিহোবা কোন স্পষ্ট আদেশ দিয়েছিলেন? আখন এবং তার পরিবার কী করেছিল এবং কেন? এই বিবরণ থেকে আমরা কোন কোন শিক্ষা লাভ করি? সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য উৎসাহিত করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ১২ অনু. ১-১০
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৭ এবং প্রার্থনা