অক্টোবর ১০-১৬
১ রাজাবলি ১৯-২০
গান ৩৮ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার কাছে সান্ত্বনা চান”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১রাজা ১৯:১৯-২১—যিহোবার সেবায় নতুন কোনো কাজ গ্রহণ করার বিষয়ে এই বিবরণ আমাদের কী শেখায়? (প্রহরীদুর্গ ৯৭ ১১/১ ৩১ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১রাজা ১৯:১-১৪ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। পুনর্সাক্ষাৎ: কাজে লাগানো যায় এমন পরামর্শ—যিশা ৪৮:১৭, ১৮ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা চালিয়ে যান। (শিক্ষা দেওয়া পাঠ ১৮)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৭ বিষয় ৭ এবং কেউ কেউ বলে থাকে (শিক্ষা দেওয়া পাঠ ৭)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
সঠিক মনোভাব বজায় রাখুন: (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: বাইবেলের কোন নীতিগুলো আমাদের সঠিক মনোভাব বজায় রাখার জন্য সাহায্য করতে পারে? যিহোবা কীভাবে এলিয়কে সাহায্য করেছিলেন? যিহোবা কীভাবে আমাদের সান্ত্বনা দেন এবং আমাদের যত্ন নেন?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ২২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১৮ এবং প্রার্থনা