অক্টোবর ১৭-২৩
১ রাজাবলি ২১-২২
গান ৪১ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনার অধীনে থাকা লোকদের সঙ্গে যিহোবার মতো করে আচরণ করুন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১রাজা ২১:২৭-২৯—কীভাব আমরা বলতে পারি, আহাব প্রকৃত অনুতপ্ত হননি? (প্রহরীদুর্গ ২১.১০ ৩ অনু. ৪-৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১রাজা ২২:২৪-৩৮ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৪)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু অনুযায়ী কথা চালিয়ে যান। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ১৫ ৩/১৫ ৯-১১ অনু. ১০-১২—মূলভাব: নাবোতের বিশ্বস্ততা থেকে আমরা কী শিখতে পারি? (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“প্রেম ধৈর্য ধরে এবং দয়া দেখায়”: (১০ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: পরিবারের মস্তক হিসেবে আলেক্সান্ড্রু কীভাবে ধৈর্য ও দয়া দেখিয়েছিলেন? ডরিনা অবশেষে কীভাবে পরিবর্তন হয়েছিলেন? এই অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?
স্থানীয় প্রয়োজন: (৫ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ২৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪৮ এবং প্রার্থনা