সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের বিশেষ বৈশিষ্ট্য

চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের বিশেষ বৈশিষ্ট্য

চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ে যে-সমস্ত ভিডিও এবং ছাত্রদের মনের কথা বোঝার জন্য যে-প্রশ্নগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করে কি আপনার ভালো লাগে? আপনি কি “কেউ কেউ বলে থাকে,” “লক্ষ্য” এবং “আরও জানুন” বৈশিষ্ট্যগুলো ব্যবহার করেছেন? এই বইয়ের আরও বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আপনি বাইবেল অধ্যয়ন করানোর সময় ব্যবহার করতে পারেন।—মথি ২৮:১৯, ২০.

মিডিয়া: আপনি যদি একটা ছাপানো বই দিয়ে অধ্যয়ন করাতে চান, তা হলে কীভাবে আপনি সমস্ত ভিডিও এবং অন্যান্য মিডিয়া সহজে একটা জায়গায় পেতে পারেন? ইলেকট্রনিক কপিতে চারটে প্রধান বিভাগের মধ্যে যেকোনো একটা বিভাগ বাছাই করুন। পাঠের শিরোনামগুলোর একেবারে শেষে আপনি নির্দিষ্ট একটা বিভাগের সমস্ত মিডিয়া বাছাই করতে পারেন। (১ নং ছবিটা দেখুন।)

“ছাপানো সংস্করণ” (Printed Edition) সেটিং: ইলেকট্রনিক কপি থেকে কাউকে অধ্যয়ন করানোর সময় আপনি মাঝখানে মাঝখানে থেমে “ছাপানো সংস্করণ” (Printed Edition) সেটিং ব্যবহার করতে পারেন। এই সেটিং ব্যবহার করার জন্য কোনো পাঠ নিয়ে আলোচনা করার সময় পৃষ্ঠার একেবারে উপরের দিকে তিন বিন্দুর মধ্যে ক্লিক করুন এবং “ছাপানো সংস্করণ” (Printed Edition) বেছে নিন। এই সংস্করণ ব্যবহার করার মাধ্যমে আপনি স্পষ্টভাবে এটা বুঝতে পারবেন, যে-বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে, তা কীভাবে পুরো পাঠে দেওয়া বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত। ডিজিটাল সংস্করণে ফিরে যাওয়ার জন্য আবার তিন বিন্দুতে ক্লিক করুন এবং “ডিজিটাল সংস্করণ” (Digital Edition) বাছাই করুন।

“আমি কি প্রস্তুত?”: এই অংশটা বইয়ের শেষের দিকে রয়েছে আর এতে দুটো বাক্স রয়েছে। এখানে তুলে ধরা হয়েছে, মণ্ডলীর সঙ্গে প্রচার করার এবং বাপ্তিস্ম নেওয়ার জন্য একজন ব্যক্তির কোন যোগ্যতাগুলো প্রয়োজন। (২ নং ছবি দেখুন।)

টীকা: এই অংশে কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইলেকট্রনিক কপিতে টীকার শেষে একটা লিংক রয়েছে, যেটাতে ক্লিক করলে আপনি পুনরায় পাঠের সেই জায়গায় ফিরে যেতে পারবেন, যেখানে আপনি টীকা দেখার জন্য ক্লিক করেছিলেন। (২ নং ছবি দেখুন।)

আপনার বাইবেল ছাত্র বা ছাত্রী চিরকাল জীবন উপভোগ করুন! বইটা শেষ করার আগেই যদি বাপ্তিস্ম নিয়ে থাকেন, তা হলেও তার সঙ্গে পুরো বইটা শেষ করুন। তখনও আপনি আপনার প্রচারের রিপোর্টে সময়, পুনর্সাক্ষাৎ ও অধ্যয়ন অন্তর্ভুক্ত করতে পারবেন। কোনো প্রকাশক যদি আপনার সঙ্গে অধ্যয়নে যোগ দেন, তা হলে তিনিও সময় অন্তর্ভুক্ত করতে পারবেন।