ঈশ্বরের বাক্যের গুপ্তধন
কেন সন্তুষ্ট থাকতে এবং বিনয়ী হতে হবে?
ঈশ্বরের ভাববাদীকে যারবিয়াম প্রচুর উপহার দিতে চেয়েছিলেন কিন্তু ভাববাদী তা নেননি (১রাজা ১৩:৭-১০; প্রহরীদুর্গ ০৮ ৮/১৫ ৮ অনু. ৪)
পরবর্তী সময়ে ঈশ্বরের ভাববাদী যিহোবার দেওয়া স্পষ্ট নির্দেশনা মেনে চলেননি (১রাজা ১৩:১৪-১৯; প্রহরীদুর্গ ০৮ ৮/১৫ ১১ অনু. ১৫)
সেই ভাববাদী ঈশ্বরের নির্দেশনা মেনে না চলার কারণে চরম পরিণতি ভোগ করেছিলেন (১রাজা ১৩:২০-২২; প্রহরীদুর্গ ০৮ ৮/১৫ ৯ অনু. ১০)
আমরা যদি সন্তুষ্ট থাকি এবং সিদ্ধান্ত নেওয়ার সময় যিহোবার নির্দেশনা মেনে চলি, তা হলে হঠাৎ সমস্যা এলে আমরা তা এড়াতে পারব।—১তীম ৬:৮-১০.
নিজেকে জিজ্ঞেস করুন: ‘কীভাবে আমি দেখাতে পারি, জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমি সন্তুষ্ট? সিদ্ধান্ত নেওয়ার সময় কীভাবে আমি দেখাতে পারি, আমার বিনয়ী মনোভাব রয়েছে?’—হিতো ৩:৫; ১১:২.