সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যখন আপনার পক্ষে পরীক্ষা সহ্য করা কঠিন হয়ে পড়ে

যখন আপনার পক্ষে পরীক্ষা সহ্য করা কঠিন হয়ে পড়ে

ইয়োব যখন পরীক্ষার মধ্যে ছিলেন, তখন তিনি মনে করেছিলেন, তার জীবন দাসত্বের চেয়ে কিছু কম নয় (ইয়োব ৭:১; প্রহরীদুর্গ ০৬ ৩/১৫ ১৪ অনু. ১০)

তিনি এত কিছু সহ্য করছিলেন যে, তিনি নিজেকে আর আটকাতে পারলেন না। তাই, তিনি তার সমস্ত অনুভূতি খুলে বলেছিলেন (ইয়োব ৭:১১)

তিনি এমনকী বলেছিলেন, তিনি আর বেঁচে থাকতে চান না (ইয়োব ৭:১৬; প্রহরীদুর্গ ২০.১২ ১৬ অনু. ১)

আপনার পক্ষে যদি কখনো পরীক্ষা সহ্য করা অনেক কঠিন হয়ে পড়ে, তা হলে যিহোবার কাছে মন খুলে প্রার্থনা করুন। আপনার অনুভূতির বিষয়ে কোনো পরিপক্ব বন্ধুকে বলুন। এটা এমন এক পদক্ষেপ, যেটা নিলে আপনার মন হালকা হতে পারে। সজাগ হোন! ১/১২ ১৬-১৭, ইংরেজি