অক্টোবর ৩০–নভেম্বর ৫
ইয়োব ১১–১২
গান ৮৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“প্রজ্ঞা পাওয়ার তিনটে উপায়”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
ইয়োব ১২:১১—অন্যদের কথা আরও ভালোভাবে শোনার ব্যাপারে আমরা কীভাবে এই পদে দেওয়া নীতি মেনে চলতে পারি? (প্রহরীদুর্গ ০৮ অক্টোবর-ডিসেম্বর ১৯ অনু. ৫)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ইয়োব ১২:১-২৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৪ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং তাকে বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান আর কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১২ সারাংশ, পুনরালোচনা এবং লক্ষ্য (শিক্ষা দেওয়া পাঠ ১৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের ঈশ্বরের প্রজ্ঞা পাওয়ার জন্য সাহায্য করুন”: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ১ অনু. ৮-১৫, পৃষ্ঠা ১২ বাক্স
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩ এবং প্রার্থনা