সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের ঈশ্বরের প্রজ্ঞা পাওয়ার জন্য সাহায্য করুন

বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের ঈশ্বরের প্রজ্ঞা পাওয়ার জন্য সাহায্য করুন

এর সবচেয়ে ভালো একটা উপায় হল, সভাগুলো থেকে শিখতে তাদের সাহায্য করা। সভায় সন্তানেরা যা দেখে, যা শোনে এবং যে-উত্তর দেয়, সেখান থেকে তারা যিহোবা সম্বন্ধে অনেক কিছু শেখে। তারা যিহোবার বন্ধুও হতে শেখে। (দ্বিতীয় ৩১:১২, ১৩) আপনি এমন কী করতে পারেন, যাতে আপনার সন্তানেরা সভাগুলো থেকে ভালোভাবে শেখে?

  • সভায় যোগ দেওয়ার জন্য আপনার সন্তানদের কিংডম হলে নিয়ে আসার জন্য কঠোর প্রচেষ্টা করুন।—গীত ২২:২২

  • কিংডম হলে সভার আগে কিংবা পরে ভাই-বোনদের সঙ্গে সময় কাটান।—ইব্রীয় ১০:২৫

  • খেয়াল রাখুন যেন আপনার পরিবারের প্রত্যেকের কাছে সেই প্রকাশনার ছাপানো কিংবা ডিজিটাল কপি থাকে, যেগুলো সভায় আলোচনা করা হবে

  • সন্তানদের নিজের ভাষায় উত্তর দিতে সাহায্য করুন।—মথি ২১:১৫, ১৬

  • সভা এবং সেখান থেকে আমরা যা-কিছু শিখি, সেগুলো নিয়ে ইতিবাচক কথা বলুন

  • মণ্ডলীর বয়স্ক ভাই-বোনদের সঙ্গে কথা বলার, কিংডম হল পরিষ্কার করার এবং এইরকম অন্যান্য কাজে অংশ নেওয়ার জন্য আপনার সন্তানদের সাহায্য করুন

যিহোবার নিকটবর্তী হতে সন্তানদের সাহায্য করার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর অনেকসময় আপনার পক্ষে এই দায়িত্ব পালন করা কঠিন বলে মনে হতে পারে। কিন্তু মনে রাখবেন, যিহোবা অবশ্যই আপনাকে সাহায্য করবেন।—যিশা ৪০:২৯.

বাবা-মা হিসেবে, যিহোবা ও তাঁর শক্তির উপর নির্ভর করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • ক্লান্ত থাকার কারণে জ্যাক ও লিয়ার প্রতি কী ঘটছিল?

  • কেন বাবা-মায়েরা নিশ্চিত থাকতে পারেন, যিহোবা তাদের শক্তি দেবেন?

  • জ্যাক ও লিয়া কীভাবে যিহোবার কাছ থেকে সাহায্য লাভ করেছিলেন?