সেপ্টেম্বর ৪-১০
ইষ্টের ১-২
গান ১৩৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ইষ্টেরের মতো বিনয়ী মনোভাব দেখান”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
ইষ্টের ২:৫—কোন প্রমাণ রয়েছে যে, বাইবেলে মর্দখয়ের বিষয়ে যা বলা হয়েছে, তা সঠিক? (প্রহরীদুর্গ ২২.১১ ৩১ অনু. ৩-৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ইষ্টের ১:১৩-২২ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। প্রথম সাক্ষাৎ: রাজ্য—মথি ৬:৯, ১০ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার দিন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ২০.১১ ১৩-১৪ অনু. ৩-৭—মূলভাব: যিশু ও স্বর্গদূতদের কাছ থেকে আসা সাহায্য। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
তোমার সঙ্গীসাথিরা যা বলে—গায়ের রং এবং সৌন্দর্য: (৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে নিজেদের গায়ের রং এবং সৌন্দর্যের বিষয়ে সঠিক চিন্তাধারা বজায় রাখা কঠিন হতে পারে?
এই ব্যাপারে ১ পিতর ৩:৩, ৪ পদে দেওয়া নীতি থেকে কীভাবে আমরা সাহায্য পেতে পারি?
সাংগঠনিক সাফল্য: (১০ মিনিট) সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৫৬ এবং টীকা ৬ ও ৭
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১০১ এবং প্রার্থনা