সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ১৪-২০

গীতসংহিতা ৯৬-৯৯

অক্টোবর ১৪-২০

গান ৬৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “সুসমাচারের বিষয়ে . . . ঘোষণা করো”!

(১০ মিনিট)

অন্যদের সুসমাচার জানান (গীত ৯৬:২; প্রহরীদুর্গ ১১ ৩/১ ৬ অনু. ১-২, ইংরেজি)

প্রত্যেক ব্যক্তিকে এই সুসমাচার জানান যে, বিচার দিনে পুরো পৃথিবীর উপর ন্যায়বিচার করা হবে (গীত ৯৬:১২, ১৩; প্রহরীদুর্গ ১২ ৯/১ ১৬ অনু. ১)

তাদের শেখান যে, যিহোবার উদ্দেশ্য হল পৃথিবী যেন এমন লোকদের দ্বারা পূর্ণ হয়, যারা তাঁর নামের প্রশংসা করে (গীত ৯৯:১-৩; প্রহরীদুর্গ ১২ ৯/১৫ ১২ অনু. ১৮-১৯)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৯৬:১—বেশিরভাগ শাস্ত্রপদে ‘নতুন গানের’ অর্থ কী? (অন্তর্দৃষ্টি-২ ৯৯৪, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. আপ্রাণ চেষ্টা করুন—যিশু কী করেছিলেন?

৫. আপ্রাণ চেষ্টা করুন—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৯

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৬০ এবং প্রার্থনা