সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ২১-২৭

গীতসংহিতা ১০০-১০২

অক্টোবর ২১-২৭

গান ৩৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যিহোবার অটল প্রেমের প্রতি সম্মান দেখান

(১০ মিনিট)

যিহোবার প্রতি আপনার ভালোবাসা আরও দৃঢ় করুন (গীত ১০০:৫; প্রহরীদুর্গ ২৩.০৩ ১২ অনু. ১৮-১৯)

এমন বিষয়গুলো থেকে দূরে থাকুন, যেগুলোর কারণে যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে (গীত ১০১:২, ৩; প্রহরীদুর্গ ২৩.০২ ১৭ অনু. ১০)

এমন ব্যক্তিদের থেকে দূরে থাকুন, যারা যিহোবা এবং তাঁর সংগঠনের বদনাম করে (গীত ১০১:৫; প্রহরীদুর্গ ১১ ৭/১৫ ১৬ অনু. ৭-৮)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সেটার কারণে কি যিহোবার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১০২:৬—এই গীতের লেখক কেন নিজেকে পেলিক্যান পাখির সঙ্গে তুলনা করেছেন? (অন্তর্দৃষ্টি-২ ৫৯৬, ইংরেজি)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৩)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৫ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তিকে বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৪ মিনিট) নমুনা। ijwbq ১২৯ (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: বাইবেল কি পরিবর্তিত হয়ে গিয়েছে? (শিক্ষা দেওয়া পাঠ ৮)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৩৭

৭. ‘আমার প্রাণ তোমার প্রতি আসক্ত, তুমি আমাকে ধরিয়া রাখিয়াছ’

(১৫ মিনিট)

আলোচনা। ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  •   কীভাবে হান্না অটল প্রেম দেখিয়েছিলেন?

  •   আর আমরা কীভাবে তার মতো হতে পারি?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৯৬ এবং প্রার্থনা